• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বঙ্গবন্ধুকে ‘ডক্টর অব ল’ সম্মাননা দেবে ঢাবি 

  নিজস্ব প্রতিবেদক

০৭ ডিসেম্বর ২০১৯, ১৮:০৩
বঙ্গবন্ধু
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (ছবি : সংগৃহীত)

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘ডক্টর অব ল’ সম্মাননা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুকে মরণোত্তর ‘ডক্টর অব ল’ ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাবি কর্তৃপক্ষ। আগামী বছর ‘মুজিব বর্ষ’ উপলক্ষে তাকে এ সম্মাননা দেওয়া হবে।

শনিবার (৭ ডিসেম্বর) ৫২তম সমাবর্তন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ কথা জানান।

জানা গেছে, ঢাবির আইন বিভাগের সাবেক ছাত্র হওয়ায় শেখ মুজিবুর রহমানকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।

ঢাবি উপাচার্য বলেন, মুজিব বর্ষ উপলক্ষে আমাদের কিছু পরিকল্পনা রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ডক্টর অব ল সম্মাননায় ভূষিত করা। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা বঙ্গবন্ধুকে মরণোত্তর ‘ডক্টর অব ল’ ডিগ্রি দেব। আগামী বছর একটি তারিখ ঠিক করে তাকে এই সম্মাননা দেওয়া হবে।

প্রসঙ্গত, ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আগামী ২০২০ ও ২০২১ সালকে ‘মুজিব বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড