• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব বাতিলের দাবিতে গণস্বাক্ষর 

  নিজস্ব প্রতিবেদক

০৭ ডিসেম্বর ২০১৯, ১৩:৪৯
বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব বাতিলের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি (ছবি : সংগৃহীত)
বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব বাতিলের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি (ছবি : সংগৃহীত)

পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিষয়ে সম্প্রতি গণশুনানি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো মূল্যবৃদ্ধির বিষয়ে তাদের প্রস্তাব তুলে ধরেছে।

বিদ্যুতের মূল্যবৃদ্ধির এ প্রস্তাব বাতিলের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই গণস্বাক্ষর কর্মসূচি পালন করছেন তারা।

মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালন প্রতিষ্ঠানগুলো অযৌক্তিকভাবে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করতে চাচ্ছে। জনগণের স্বার্থ বিবেচনা করে বিদ্যুতের মূল্য বৃদ্ধি পাঁয়তারা বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, জনগণের মতামত তুলে ধরতে আজকে আমরা এই গণস্বাক্ষর কর্মসূচি পালন করছি। সাধারণ মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। তারা স্বতঃস্ফূর্তভাবে স্বাক্ষর করে তারও দাবি জানাচ্ছেন।

ওডি/কেএসআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড