• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিআরটিএ থেকে লাইসেন্স পেল ৩ রাইড শেয়ারিং প্রতিষ্ঠান

  অধিকার ডেস্ক

০৫ ডিসেম্বর ২০১৯, ০৫:৩৫
লোগো
উবার, পাঠাও ও সহজ-এর লোগো (ছবি : সংগৃহীত)

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে নিজ নিজ এনলিস্টমেন্ট সার্টিফিকেট পেয়েছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার, সহজ এবং পাঠাও লিমিটেড।

বুধবার (৪ ডিসেম্বর) বিআরটিএ থেকে ওই তিনটি প্রতিষ্ঠানকে এই সার্টিফিকেট দেওয়া হয়।

সংবাদ মাধ্যমগুলোতে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে পাঠাওয়ের সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা হুসেইন মো. ইলিয়াস জানান, বাংলাদেশের বৃহত্তম অন-ডিমান্ড ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে বিআরটিএ থেকে এনলিস্টমেন্ট সার্টিফিকেট পেয়ে আমরা কৃতজ্ঞ। এতে তিনি আরও জানান, পাঠাও-এর লাইসেন্স প্রাপ্তির মধ্য দিয়ে পূর্ণতা পেল রাইড শেয়ারিং খাতের আইনি কাঠামো। এ জন্য আমরা যোগাযোগ মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয়, বিআরটিএ এবং বাংলাদেশ পুলিশসহ সকলের কাছে কৃতজ্ঞ।

এ দিকে, সহজ-এর প্রতিষ্ঠাতা পরিচালক মালিহা কাদির জানান, বিজয়ের মাসে বিআরটিএ থেকে রাইড শেয়ারিং এনলিস্টমেন্ট সার্টিফিকেট পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি আমরা বিআরটিএকে ধন্যবাদ জানাচ্ছি।

ওডি/আইএইচএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড