• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

লন্ডনে দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা ‘বাংলা’

  অধিকার ডেস্ক

০৪ ডিসেম্বর ২০১৯, ০৮:৫১
লন্ডন
লন্ডন; (ছবি- ইন্টারনেট)

যুক্তরাজ্যের লন্ডনে ইংরেজির পর সবচেয়ে বেশি প্রচলিত ভাষা ‘বাংলা’। সেখানকার সবচেয়ে বেশি কথিত ভাষার তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে বাংলা ভাষা। আর সে হিসেবে লন্ডনে দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি পেল ‘বাংলা’।

সমীক্ষার মাধ্যমে এ তথ্য প্রকাশ করেছে ‘সিটি লিট’ নামক একটি সংস্থা। এই তালিকায় বাংলার পরে রয়েছে পোলিশ ও তুর্কি ভাষা।

এই সমীক্ষায় বলা হয়, লন্ডনে বাংলা, পোলিশ ও তুর্কির মধ্যে যে কোনো একটি ভাষায় কথা বলেন ১ লাখ ৬৫ হাজার ৩১১ জন বাসিন্দা। এছাড়াও, বাংলাদেশ ও ভারত মিলিয়ে লন্ডনে বসবাসকারী ৭১ হাজার ৬০৯ জন বাসিন্দা প্রধান ভাষা হিসেবে বাংলায় কথা বলেন।

এই সমীক্ষা থেকে আরও জানা যায়, লন্ডনের ৩ লক্ষ ১১ হাজার ২১০ জন বাসিন্দা বাড়িতে কোনো না কোনো বিদেশি ভাষায় কথা বলে থাকেন। অন্য দিকে ব্রিটিশদের মধ্যে কেবল তিন শতাংশ মানুষ স্বচ্ছন্দে বাংলা বলতে পারেন।

এই সমীক্ষার মূল লক্ষ্য ছিল লন্ডনের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা এবং উদযাপন করা, পাশাপাশি বাসিন্দাদের একে-অপরের সঙ্গে যোগাযোগে উৎসাহিত করা।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড