• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্ব মিডিয়ায় হলি আর্টিজান মামলার রায়

  আন্তর্জাতিক ডেস্ক

২৭ নভেম্বর ২০১৯, ১৪:৪৩
হলি আর্টিজান মামলার রায়
হলি আর্টিজান মামলার রায় নিয়ে বিশ্ব মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদন (ছবি : সম্পাদিত)

রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ জঙ্গি হামলা মামলার রায়ে আট আসামির মধ্যে সাতজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মিজানুর রহমান ওরফে বড় মিজান বেকসুর খালাস পেয়েছেন।

বুধবার (২৭ নভেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।

যদিও আলোচিত এই মামলার রায় ঘোষণার পরপরই বিষয়টি প্রধান শিরোনাম হয়ে উঠেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। যা নিয়ে এরই মধ্যে প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক গণমাধ্যম ‘আল-জাজিরা’, ব্রিটিশ বার্তা সংস্থা ‘রয়টার্স’, চীনা বার্তা সংস্থা ‘সিনহুয়া’, ব্রিটেনভিত্তিক গণমাধ্যম ‘বিবিসি নিউজ’, ‘দ্য টেলিগ্রাফ’, ‘দ্য গার্ডিয়ান’, ‘সাউথ এশিয়ান মনিটর’, ভারতীয় মিডিয়া ‘টাইমস অব ইন্ডিয়া’, ‘জি নিউজ’, ‘ইন্ডিয়া টুডে’, ‘হিন্দুস্তান টাইমস’, পাকিস্তানের ‘দ্য ডন’-সহ আরও অনেক গণমাধ্যম।

চীনা বার্তা সংস্থা ‘সিনহুয়া’ তাদের প্রতিবেদনে লিখেছে, ‘Bangladesh sentences 7 militants to death over 2016 cafe terror attack’, ‘২০১৬ সালের ক্যাফে হামলায় সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশ।’ দক্ষিণ এশিয়াভিত্তিক গণমাধ্যম সাউথ এশিয়ান মনিটর লিখেছে, ‘HOLEY ARTISAN CAFÉ ATTACK: 7 MILITANTS GET DEATH, ONE ACQUITTED’, ‘হলি আর্টিজান ক্যাফেতে হামলা : ৭ জঙ্গিকে মৃত্যুদণ্ড, একজনের খালাস।’

এ দিকে কাতারভিত্তিক গণমাধ্যম ‘আল-জাজিরার’ প্রধান শিরোনাম ছিল, ‘Holey Artisan cafe attack: Dhaka court sentences seven to death’, ‘হলি আর্টিজান হামলা : ঢাকার আদালতে ৭ জঙ্গির মৃত্যুদণ্ডাদেশ।’ ভারতীয় গণমাধ্যম ‘জি নিউজে’ শিরোনাম করা হয়েছে, ‘Bangladesh court gives death to 7, acquits 1 in 2016 Holey Artisan Cafe terror attack case’, ‘২০১৬ সালে হলি আর্টিজান ক্যাফেতে সন্ত্রাসী হামলা মামলা : বাংলাদেশের আদালতে সাতজনকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস।’

ব্রিটিশ বার্তা সংস্থা ‘রয়টার্সেও’ বাংলাদেশের আলোচিত এই মামলার রায় নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। গণমাধ্যমটি তাদের প্রধান শিরোনাম করেছে, ‘Bangladesh sentences seven to death for 2016 cafe attack’, ‘২০১৬ সালের ক্যাফে হামলায় সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশ।’

অপর দিকে বহু প্রতীক্ষিত এ রায় নিয়ে মোটা দাগে সংবাদ প্রকাশ করেছে ব্রিটেনভিত্তিক গণমাধ্যম ‘বিবিসি নিউজ’, জার্মান গণমাধ্যম ‘ডয়চে ভেলে’। তাছাড়া প্রতিবেশী ভারত, পাকিস্তান, নেপাল এবং মিয়ানমারের বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই রাতে হলি আর্টিজানে হামলা চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্যরা দেশি-বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে। এই হামলায় দুইজন পুলিশ কর্মকর্তা নিহত হন। পরে কমান্ডো অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়।

ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা করেন থানার এসআই রিপন কুমার দাস। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির মামলাটি তদন্ত করে ২০১৮ সালের ১ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ২৬ নভেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান।

আরও পড়ুন :- আফগানিস্তানে পাক-ভারতীয়সহ ৯০০ আইএস সদস্যের আত্মসমর্পণ

এক বছরের বিচারকালে মামলার মোট ২১১ জন সাক্ষীর মধ্যে ১১৩ জন আদালতে সাক্ষ্য দেন। এরপর আসামিদের আত্মপক্ষ সমর্থন এবং রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে গত ১৭ নভেম্বর এ মামলার বিচারকাজ শেষ হয়। পরে আদালত ২৭ নভেম্বর দিনটি রায় ঘোষণার জন্য ধার্য করেন।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড