• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

তুরস্ক থেকে উড়ে পেঁয়াজ আসছে আজ

  অধিকার ডেস্ক

২২ নভেম্বর ২০১৯, ০১:২১
পেঁয়াজ
টার্কিশ এয়ারলাইনসের একটি বিমান ও ইনসেটে পেঁয়াজ (ছবি : সংগৃহীত)

তুরস্ক থেকে বিমানে পেঁয়াজের প্রথম চালান দেশে আসছে আজ শুক্রবার (২২ নভেম্বর)। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মাধ্যমে টার্কিশ এয়ারলাইনসে আমদানিকৃত পেঁয়াজ ঢাকায় এসে পৌঁছাবে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) মেঘনা গ্রুপের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল জানান, আরও কয়েকটি বিমানে করে মেঘনা গ্রুপের পেঁয়াজ আমদানি অব্যাহত থাকবে। এছাড়াও মেঘনা গ্রুপের প্রায় ১২ থেকে ১৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ দেশে আনা হবে। এই পেঁয়াজ আগামী ১ ডিসম্বর থেকে সমুদ্র পথে জাহাজে করে চট্টগ্রাম বন্দরে আসা শুরু হবে। যা পরে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) হস্তান্তর করা হবে।

এতে করে পেঁয়াজের বাজার স্বাভাবিক হবে এবং দেশের জনগণের মনে স্বস্তি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন মোস্তফা কামাল।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড