• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেকারত্ব দূরীকরণে নিজ জেলায় শিল্প-কারখানা বৃদ্ধির আহ্বান শিল্পমন্ত্রীর

  অধিকার ডেস্ক

১৭ নভেম্বর ২০১৯, ২২:১০
বেকারত্ব
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (ফাইল ফটো)

কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে দেশের বিত্তবানদের প্রতি নিজ জেলায় কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

রবিবার (১৭ নভেম্বর) বিকালে কুষ্টিয়া বিসিক শিল্প নগরীতে দেশের শীর্ষ কেবল প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কার্যালয়ে এক মতবিনিময় সভায় মন্ত্রী এ আহ্বান জানান।

তিনি বলেন, বর্তমান সরকার শিল্পবান্ধব। উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের শিল্প-কারখানাগুলো আরও আধুনিকায়ন করে গড়ে তোলা হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে, কুষ্টিয়া শহরের কাস্টমস মোড় এলাকায় নির্মাণাধীন বিআরবির আধুনিক হাসপাতাল ও বিসিক শিল্প নগরীতে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা পরিদর্শন করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্টিল ইঞ্জিনিয়ারিং করপোরেশনের চেয়ারম্যান মিজানুর রহমান, উপ-সচিব আব্দুল ওয়াহেদ, জেলা প্রশাসক আসলাম হোসেন, বিআরবি গ্রুপের চেয়ারম্যান মজিবুর রহমান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান প্রমুখ।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড