• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুজিব বর্ষ অনুষ্ঠানের মূল বক্তা মোদী

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ নভেম্বর ২০১৯, ১৪:২৪
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ছবি : সংগৃহীত)

২০২০ সালের ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিককে ঘোষণা করা হয়েছে ‘মুজিব বর্ষ’। ‘মুজিব বর্ষ’ পালন উপলক্ষে বছরব্যাপী ঘোষণা করা হয়েছে নানা কর্মসূচি।

তবে, ‘মুজিব বর্ষ’-এ একটা চমক থাকতে পারে। এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীর বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে ভারতের জনপ্রিয় গণমাধ্যম ‘দ্য হিন্দু’।

নরেন্দ্র মোদী এ আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশি হাইকমিশনার।

তবে নরেন্দ্র মোদীসহ বিশ্বের অনেক প্রভাবশালী নেতাই মুজিব বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে আসবেন জানিয়েছেন তিনি।

সৈয়দ মোয়াজ্জেম বলেন, অনুষ্ঠানে ভারতের অনেক মুখ্যমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাদের আমন্ত্রণ জানানো হবে। এ ছাড়াও দিল্লি, কলকাতা ও আগরতলাতেও হবে পৃথক পৃথক অনুষ্ঠান। আর ঢাকায় অন্তত ৩৯ জন বিশ্ব নেতাকে আমন্ত্রণ জানানো হবে। তাদের অনেকে ইতোমধ্যে আসার জন্য সম্মতি জানিয়েছেন।

এ দিকে সংশ্লিষ্ট ঢাকার কর্মকর্তারা নিশ্চিত করেছেন, নরেন্দ্র মোদীই অনুষ্ঠানে মূল বক্তব্য দেবেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত এই বছরকে ‘মুজিববর্ষ’ হিসেবে পালন করার ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এসব কর্মসূচি উদযাপন করবে আওয়ামী লীগসহ সব শ্রেণি-পেশার মানুষ।

এ ছাড়া, নেতা-কর্মীদের প্রতি ২০২১ সালের ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী জাঁকজমকপূর্ণভাবে পালন করার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা।

‘মুজিববর্ষ’ উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের নেতারা অংশ নেওয়ার কথা রয়েছে।

ওডি/এমআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড