• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

অভ্যন্তরীণ নৌরুটে সব যান চলাচলে নিষেধাজ্ঞা 

  নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর ২০১৯, ১৩:০৮
নৌরুট বন্ধ
অভ্যন্তরীণ নৌরুট (ছবি : ফাইল ফটো)

দেশের অভ্যন্তরীণ নৌরুটে সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

রবিবার (১০ নভেম্বর) দুপুরে ঘূর্ণিঝড় বুলবুলের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করে এই নিষেধাজ্ঞা জারি করে বিআইডব্লিউটিএ।

এ দিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রবিবার দুপুরে ঢাকা ও কুমিল্লার ওপর দিয়ে ভারতের উত্তর-পূর্বে ত্রিপুরা ও আসামের দিকে ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার গতিতে অতিক্রম করবে ঘূর্ণিঝড় বুলবুল।

আবহাওয়াবিদ ড. আব্দুল মান্নান বলেন, ঘূর্ণিঝড়টি বর্তমানে খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট অঞ্চলে অবস্থান করছে। এটি তার অবস্থান থেকে ক্রমান্বয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়টি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে মাদারীপুর, ফরিদপুর, ঢাকা ও কুমিল্লাঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করে ভারতের আসাম অঞ্চলের দিকে যেতে যেতে দুর্বল হয়ে যাবে। আর এজন্য দুপুর থেকে বিকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ সময় ঢাকাসহ ঘূর্ণিঝড়টির গতিপথ অঞ্চলে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

ওডি/এআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড