• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

রোহিঙ্গা শিশুদের স্কুলে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

  কক্সবাজার প্রতিনিধি

০৭ নভেম্বর ২০১৯, ১৭:১৫
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস ও রাষ্ট্রদূত রবার্ট মিলার (ছবি : দৈনিক অধিকার)

রোহিঙ্গা শিশুদের স্কুল পরিদর্শন করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস ও রাষ্ট্রদূত রবার্ট মিলার। এ সময় তারা বিভিন্ন স্কুল ঘুরে দেখেন এবং রোহিঙ্গা শিক্ষার্থীদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় কক্সবাজারের টেকনাফের বাহারছড়া শাপলাপুর গ্রামে সূর্যমূখী কামিনী নামে দুটি স্কুল পরিদর্শন করেন। রোহিঙ্গা শিশুদের জন্য ইউনিসেফের সহায়তায় কোডেক এনজিও এ দুটি স্কুল পরিচালনা করে।

পরিদর্শনে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী অধ্যয়নরত রোহিঙ্গা শিশুদের পাশে বসেন। তাদের কাছে জানতে চান- তাদের পছন্দের বিষয়। জানতে চান ভবিষ্যতে কী হতে চায় তারা। রোহিঙ্গা শিশুদের ডাক্তার, শিক্ষক ও সমাজ সেবক হওয়ার স্বপ্নের কথা শুনে উচ্ছ্বাস প্রকাশ করেন অতিথিরা। পরে বেশ কিছুক্ষণ রোহিঙ্গা শিশুদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন এলিস ওয়েলস ও রবার্ট মিলার।

এ দিকে তাদের বিশেষ নিরাপত্তায় ছিলেন শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ (সিআইসি) তুলক চক্রবর্তী। এ সময় উপস্থিত ছিলেন- ইউনিসেফ ও কোডেক এনজিওর বিভিন্ন কর্মকর্তারা।

ওডি/এসএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড