• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজধানীতে ডিবির জ্যাকেট পরে ৯৫ লাখ টাকা ছিনতাই

  অধিকার ডেস্ক

১১ অক্টোবর ২০১৯, ০৯:২৬
ডিবি পুলিশের জ্যাকেট
ডিবি পুলিশের জ্যাকেট (ছবি : সংগৃহীত)

রাজধানীর পল্টন এলাকা থেকে নাইমুর রহমান রাফি (৩০) ব্যবসায়ীর ৯৫ লাখ টাকা ছিনতাই করে পালিয়েছে ডিবি পুলিশ পরিচয়ে ৬ ছিনতাইকারী।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পল্টন থানাধীন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।

পল্টন থানার (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, নিজ গাড়িতে করে ওই ব্যবসায়ী দুটি ব্যাগে ৯৫ লাখ টাকা নিয়ে যাওয়ার সময় বঙ্গবন্ধু স্টেডিয়ামের ১ নম্বর গেটের সামনে একটি হায়েস গাড়িতে করে ছয় ছিনতাইকারী গতিরোধ করে। এরপর তাকে নামিয়ে মারধর করে এবং ডিবি পরিচয়ে টাকাভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

এ সময় ওই ব্যবসায়ীকে মারধরের ও হট্টগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এগিয়ে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডিবি পরিচয়দানকারী ছিনতাইকারী গাড়ি নিয়ে পালিয়ে গেলেও এ সময় একজনকে আটক করে পুলিশ।

এ সময় ওই ছিনতাইকারীর কাছ থেকে পুলিশ ২৫ লাখ ৮৯ হাজার টাকা উদ্ধার ও ছিনতাইকাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস আটক করে।

আবু বক্কর সিদ্দিক জানান, ছিনতাইয়ের ঘটনায় মামলার প্রস্তুতি এবং বাকিদের ধরতে অভিযান চলছে। আহত ব্যবসায়ীকে বর্তমানে ঢাকা মেডিকেল হাসপাতালে রয়েছে।

ওডি/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড