• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজধানীর যেসব স্থানে মিলছে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ

  অধিকার ডেস্ক

০১ অক্টোবর ২০১৯, ১৫:৫৭
ট্রাকে পেঁয়াজ বিক্রি
ছবি : সংগৃহীত

হঠাৎ সারাদেশে পেঁয়াজের লাগামহীন দর বৃদ্ধি ঠেকাতে রাজধানী ঢাকার ৩৫টি পয়েন্টে আজ মঙ্গলবার (১ অক্টোবর) থেকে ৪৫ টাকা করে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি করছে কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

বিষয়টি নিয়ে টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির গণমাধ্যমকে বলেন, সোমবার (৩০ সেপ্টেম্বর) থেকে এ কার্যক্রম নেয়া হয়েছে। যদিও এর আগে ১৬টি ট্রাকে পেঁয়াজ বিক্রি করছিল টিসিবি।

ঢাকার ৩৫টি জায়গায় পেঁয়াজের পাশাপাশি মশুর ডাল, চিনি, সয়াবিন তেল বিক্রি করছে টিসিবি। এর মধ্যে পেঁয়াজের চাহিদা সবচেয়ে বেশি। ট্রাকে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। আগে একজন সর্বোচ্চ পাঁচ কেজি কিনতে পারলে এখন ২ কেজি দেয়া হচ্ছে বলে জানান টিসিবির মুখপাত্র।

এ ছাড়া টিসিবির ট্রাকে প্রতিকেজি চিনি ৫০ টাকা ও মশুর ডাল ৫০ টাকায় পাওয়া যাচ্ছে। সয়াবিন তেল বিক্রি হচ্ছে (২ ও ৫ লিটার) প্রতি লিটার ৮৫ টাকায়।

ঢাকার যেসব পয়েন্টে পেঁয়াজসহ টিসিবির পণ্য পাওয়া যাচ্ছে, সেসব স্থান হলো-

সচিবালয়ের গেট, প্রেস ক্লাব, কাপ্তান বাজার, ভিক্টোরিয়া পার্ক, সায়েন্সল্যাব মোড়, নিউ মার্কেট/নীলক্ষেত মোড়, শ্যামলী/কল্যাণপুর, ঝিগাতলা মোড়, খামারবাড়ি, ফার্মগেট, কলমীলতা মোড়, রজনীগন্ধা সুপার মার্কেট, কচুক্ষেত, আগারগাঁও তালতলা ও নির্বাচন কমিশন অফিস, রাজলক্ষ্মী কমপ্লেক্স, উত্তরা, মিরপুর-১ নম্বর মাজার রোড, শান্তিনগর বাজার, মালিবাগ বাজার, বাসাবো বাজার, আইডিয়াল স্কুল, বনশ্রী, বাংলাদেশ ব্যাংক চত্বর, মহাখালী কাঁচাবাজার, শেওড়াপাড়া বাজার, দৈনিক বাংলা মোড়, শাহজাহানপুর বাজার, ফকিরাপুল বাজার ও আইডিয়াল জোন, মতিঝিল বক চত্বর, খিলগাঁও তালতলা বাজার, রামপুরা বাজার, মিরপুর-১০ নম্বর গোল চত্বর, আশকোনা হাজি ক্যাম্প, মোহাম্মদপুর টাউনহল কাঁচাবাজার, দিলকুশা, মাদারটেক নন্দীপাড়া কৃষি ব্যাংকের সামনে ও পলাশী মোড়ে।

কর্পোরেশন অব বাংলাদেশ সূত্র জানায়, সকাল ৯টা ৩০ মিনিটে বিক্রি শুরু হয়েছে ন্যায্যমূল্যের পণ্য। চারটি পণ্যের মধ্যে পেঁয়াজের চাহিদা বেশি। যতক্ষণ পণ্য থাকবে ততক্ষণ চলবে এ ন্যায্যমূল্যের পণ্য বিক্রি।

বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সেপ্টেম্বর মাসের ১৫ তারিখে সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ন্যায্যমূল্যে খোলা বাজারে পণ্য বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড