• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্যাসিনোর খোঁজে কলাবাগান ক্রীড়াচক্রে র‍্যাব

  নিজস্ব প্রতিবেদক

২০ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৩
কলাবাগান
কলাবাগান ক্রীড়াচক্র (ছবি : সংগৃহীত)

গোয়েন্দা খবরের ভিত্তিতে ক্যাসিনোর খোঁজে রাজধানীর ধানমণ্ডি কলাবাগান ক্রীড়াচক্রে অভিযানে নেমেছে র‌্যাপিড একশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টা থেকে এ অভিযান শুরু করে র‌্যাব-২। অভিযানের নেতৃত্ব দেন র‍্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ।

বিকাল থেকে পুরো কলাবাগান ক্রীড়াচক্র এলাকা ঘিরে রেখেছে র‌্যাব। বিকাল থেকে ক্রীড়াচক্রের ভবনের ভেতরের কাউকে বাইরে আসতে দেয়া হচ্ছে না। আর বাইরের কোনো লোকজনকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে কলাবাগান ক্রীড়াচক্রের এই ক্লাবে ক্যাসিনো ও জুয়ার আসর চলছে। এ খবর পেয়েই সেখানে অভিযান চালানো হচ্ছে বলে র‍্যাব সূত্র জানায়।

প্রসঙ্গত, যুবলীগের কেন্দ্রীয় সমবায় সম্পাদক জি কে শামীমকে কয়েকজন সহযোগীসহ আটক করেছে র‍্যাব। আজ শুক্রবার দুপুরে নিকেতনের অফিস থেকে তাকে আটক করা হয়। বেলা সাড়ে ১২টার পর থেকে ওই অফিসে অভিযান চালায় র‍্যাব। এর আগে গত বুধবার যুবলীগের খালেদ মাহমুদ ভুঁইয়াকে গ্রেফতার করা হয়।

জানা যায়, আজ রাতে ঢাকার আরও কয়েকটি ক্যাসিনো ও কয়েকজন শীর্ষস্থানীয় ব্যক্তির বাসভবন তল্লাশি করা হবে।

ওডি/এসএইচএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড