• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

রিমান্ড চাইতে খালেদকে নিয়ে আদালতে পুলিশ

  নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৯:১৫
খালেদ মাহমুদ
গ্রেফতার যুবলীগ নেতা খালেদ মাহমুদ (ছবি- সংগৃহীত)

অস্ত্র, মাদক এবং মানি লন্ডারিং আইনের মামলায় গ্রেফতার যুবলীগ নেতা খালেদ মাহমুদকে আদালতে নেওয়া হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের রিমান্ড চাইবে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে তাকে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদার আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ।

এর আগে এদিন দুপুরে গুলশান থানায় অস্ত্র ও মাদক এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে তার বিরুদ্ধে তিনটি মামলা করে পুলিশ।

এদিকে গতকাল সন্ধ্যায় গুলশানে নিজ বাসা থেকে খালেদ মাহমুদকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে খালেদকে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।

খালেদকে জিজ্ঞাসাবাদের বিষয়ে র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক সারোয়ার বিন কাশেম গণমাধ্যমকে বলেন, তাকে আমরা অল্প সময়ে জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তবে তদন্ত করার স্বার্থে সেগুলো এখনই পাবলিশ করা যাবে না। বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম পাওয়া গেছে। রাজধানীতে অবৈধভাবে কোনো ক্যাসিনো থাকতে দেবে না র‍্যাব।

উল্লেখ্য, গতকাল রাজধানীর ফকিরাপুল এলাকার ইয়ংমেন্স ক্লাবের নিষিদ্ধ জুয়ার ক্যাসিনোর মালিক মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূইয়াসহ অন্তত ১৪২ জনকে আটক করে র‍্যাব।

ওডি/এসএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড