• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীতে এক শিশুর মৃত্যু

  অধিকার ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৪
ঢাকা শিশু হাসপাতাল
ফাইল ছবি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর ঢাকা শিশু হাসপাতালে সোনিয়া (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোনিয়া ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা শিশু হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল হাকিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এ দিকে, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) কাছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়ার সন্দেহে ২শ ৩টি মৃত রোগীর তথ্য এসেছে। এর মধ্যে ১শ ১৬টি মৃত্যু পর্যালোচনা করে ৬৮টি ডেঙ্গুজনিত মৃত্যু নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

তবে প্রতিদিনই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছে বলে জানা যাচ্ছে দেশের বিভিন্নস্থান থেকে। এ সংখ্যা এখনো সরকারি তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। হাসপাতালে ভর্তি হয়ে মৃত ৬০ জন ডেঙ্গু রোগীর মধ্যে এপ্রিল মাসে দুজন, জুন মাসে ছয়জন, জুলাইয় মাসে ৩২ জন এবং আগস্ট মাসে ২৮ জনের মৃত্যু হয়।

এছাড়া ডেঙ্গুতে আইইডিসিআর সূত্রে জানা যায়, শিশুমৃত্যুর হার ও সর্বোচ্চ। সরকারের এ গবেষণা প্রতিষ্ঠানটির মতে, ডেঙ্গুতে আক্রান্ত মৃত্যুর ৩৮ দশমিক ৫ শতাংশের বয়সই ১৮ বছরের নিচে। যাদের মধ্যে ১২ জনের বয়স ৫ থেকে ১৫ বছরের মধ্যে। যা মোট মৃত্যুর ২৩ দশমিক ১ শতাংশ।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নিশ্চিত মৃত ৬০ জনের তথ্য বিশ্লেষণ করে আইইডিসিআরের বিশেষজ্ঞরা জানান, ৬৮ জনের মধ্যে ৪৭ জনের ডেঙ্গু শক সিন্ড্রোম এবং আটজনের হেমোরেজিক জ্বর ছিল। ২৩ জনের মধ্যে এর আগে ডেঙ্গু আক্রান্ত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া মৃতদের মধ্যে ২২ জনের বয়সই ১৮ বছরের নিচে।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড