• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

৩৬ তলা ভবন থেকে পড়ে তরুণীর রহস্যজনক মৃত্যু, সৎ ভাই থানায়

  অধিকার ডেস্ক

১০ আগস্ট ২০১৯, ২০:৩৩
সিটি সেন্টার
রাজধানীর সিটি সেন্টার (ফাইল ফটো)

ঢাকায় মতিঝিলে ৩৬ তলা বিশিষ্ট ভবন ‘সিটি সেন্টার’ থেকে পড়ে তানজিনা আক্তার রূপা নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

শনিবার (১০ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রুপার সৎ ভাই জুবায়ের আহমেদ সম্রাটকে আটক করেছে পুলিশ।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জুবায়ের বলেন, সিটি সেন্টারের ১৪ তলায় আমার অফিস। তানজিনা আমার সৎ বোন। সে বিশাল ভবন দেখতে আমার সঙ্গে এখানে এসেছিল। ৩৬ তলা ভবনটির বিভিন্ন জায়গা তাকে দেখিয়েছি। এরপর আমি বোনকে ১৪ তলায় রেখে অল্প সময়ের জন্য অফিসে যায়। কিছুক্ষণ পরই আশপাশে চিৎকার শুনি, পরে এসে দেখি আমার বোন নিচে পড়ে গেছে।

তিনি জানান, এরপর তানজিলাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহত তানজিনা রাজধানীর গোড়ান আলী আহম্মেদ স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তিনি খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ানের ২৬৩/৩ নম্বর বাড়ির মৃত তাজুদ্দিন আহম্মেদের মেয়ে।

মতিঝিল থানার ওসি ওমর ফারুক বলেন, ঘটনার পর আমি সিটি সেন্টারে গিয়েছি। মেয়েটিকে ফেলে দেওয়া হয়েছে নাকি দুর্ঘটনা; সেটি জানার চেষ্টা করছি। তার সৎ ভাই জুবায়েরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড