• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মিরপুরের যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না 

  অধিকার ডেস্ক    ১৭ জুলাই ২০১৯, ০৪:০৯

গ্যাসের চুলা
গ্যাসের চুলা ( ছবি : ইন্টারনেট )

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জরুরি মেরামত কাজের জন্য বুধবার (১৭ জুলাই) সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মিরপুর ও কালসিসহ এর আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখবে।

মঙ্গলবার (১৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসিবি থেকে মিরপুর পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালসি ফ্লাইওভারের নির্মাণকাজ করা হবে। এজন্য ওই এলাকায় অবস্থিত তিতাসের পাইপলাইন স্থানান্তরের জন্য মিরপুর ১০, ১১, ১২, ১৩, ১৫ এবং কালশি রোডের দুই পাশসহ আশেপাশের এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাসের সরবরাহ বন্ধ রাখা হবে।

বুধবার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা এই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া এর আশেপাশের এলাকায়ও গ্যাসের চাপ কম থাকবে বলেও বিজ্ঞাপ্তিতে বলা হয়।

ওডি/এসএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড