• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ট্রেনের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

  সারাদেশ ডেস্ক

১৪ জুলাই ২০১৯, ১১:০৪
রাজধানী
ছবি : প্রতীকী

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টায় কর্ণফুলী এক্সপ্রেসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম নুপুর সরকার। এ সময় শ্রাবণী মালো নামে তার এক সহপাঠী আহত হয়েছে। তাদের বাড়ি গাজিপুরে। আহত শ্রাবণীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রেলওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. ওমর ফারুক বলেন, তারা কোচিং করতে ঢাকায় এসেছিল। কোচিং শেষে বাড়ি ফেরার জন্য ট্রেন ধরতে স্টেশনে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। তারা স্টেশনের পূর্বদিকের প্ল্যাটফর্মে ছিল। ট্রেনে ওঠার জন্য পশ্চিম দিকের প্ল্যাটফর্মে আসাতে ফ্লাইওভার ব্যবহার না করে তারা নিচ দিয়ে রেললাইন পার হচ্ছিল। এ সময় ঢাকার বাইরে থেকে আসা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর স্টেশনে ঢুকছিল। আমরা ধারণা করছি হঠাৎ করে তারা ট্রেন দেখে আবার ফিরে আসতে চেয়েছিল। তখন উভয়েই ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়।

তিনি আরও বলেন, নিহত নুপুরের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওডি/এমবি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড