• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভেসে যাচ্ছে মিষ্টি কুমড়া, ছুটছে কারা? (ভিডিও)

  অধিকার ডেস্ক

১২ জুলাই ২০১৯, ২০:২৭
ভাসছে মিষ্টি কুমড়া
বৃষ্টির পানিতে ভাসছে মিষ্টি কুমড়া। (ছবি : সংগৃহীত)

বৃষ্টির পানিতে ভেসে যাচ্ছে মিষ্টি কুমড়া। আর তার পিছু পিছু ছুটছেন কয়েকজন মানুষ। কাছ থেকে উচ্চ কণ্ঠে কয়েক যুবক চিৎকার করে বলছেন, হায় হায় রে, আহেন দেইখ্যা যান, যাত্রাবাড়িতে ৮৮ সালের বন্যা।

সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিগতকয়েক দিনের বৃষ্টিতে জনজীবন স্থবির রাজধানীবাসীর। আর এই বৃষ্টির প্রভাব পড়ছে সকল শ্রেণি পেশার মানুষদের মাঝে।

শুক্রবার (১২ জুলাই) দুপুর আনুমানিক ১টায় যাত্রাবাড়ি কাঁচাবাজার আড়তের সামনে এমন এক দৃশ্যের অবতারণা হয়।

ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন ৯ হাজার জন। শেয়ার হয়েছে প্রায় ৭ হাজার। মন্তব্য করেছেন ৩৫৫ জন।

রাজধানীর অন্যতম কাঁচামালের এ আড়তে সকাল থেকে রাত অবধি বিভিন্ন শাকসবজি ও ফলমূলের বেচাকেনা চলে। আড়তের ভেতর ছাড়াও বাইরে বিভিন্ন পণ্যসামগ্রী সাজিয়ে রাখা হয়। দুপুর আনুমানিক ১২টা থেকে ২টা পর্যন্ত রাজধানীতে মুষলধারে বৃষ্টিপাত হয়। আবহাওয়া অধিদফতরের তথ্য মতে, ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

মুষলধারে বৃষ্টিতে মূল সড়কের উত্তর পার্শ্বে অপেক্ষাকৃত একটু নিচু স্থানে অবস্থিত এ আড়তে বৃষ্টিতে পানি জমতে থাকে। একপর্যায়ে পানি নেমে যাওয়ার সময় প্রবল স্রোত আড়তের বাইরে থাকা কুমড়া বিভিন্ন কাঁচা পণ্যসামগ্রী ভাসিয়ে নিয়ে যেতে থাকে। এ সময় ব্যবসায়ীদের বৃষ্টিতে ভিজেই তাদের মালামাল পানি থেকে উদ্ধার করে আড়তের ভেতর নিয়ে যেতে দেখা যায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড