• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজধানীতে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িতে অভিযান, ভেতরে বিস্ফোরণ

  অধিকার ডেস্ক

২৯ এপ্রিল ২০১৯, ০৬:২৪
র‌্যাব
ছবি : প্রতীকী

জঙ্গি আস্তানা সন্দেহে রাজধানীর বসিলার মেট্রো হাউজিংয়ের একটি বাড়তে অভিযান চালাচ্ছে র‌্যাব। বাড়িটির ভেতরে গোলাগুলি চলছে।

রবিবার দিবাগত রাত সোয়া ৩টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাড়িটিতে র‌্যাব গেলে ভেতর থেকে গোলাগুলির শব্দ পাওয়া যায়। পরে ভোর ৫টার দিকে বাড়িটির ভেতরে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-২-এর এসপি মহিউদ্দিন ফারুকি। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মেট্রো হাউজিংয়ের নির্মাণাধীন একটি বাড়িতে জঙ্গি আস্তানা রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাড়িটি ঘেরাও করে র‌্যাব। পরে ভোর ৫টার দিকে ওই বাড়ির ভেতরে বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পাই।

এসপি মহিউদ্দিন বলেন, আমরা পুরো এলাকা কর্ডন করে রেখেছি। দিনের আলোয় সেখানে অভিযান চালানো হবে। এ বিষয়ে আর কোনো তথ্য জানাতে পারেননি তিনি।

এ বিষয়ে র‌্যাব গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ গণমাধ্যমকে বলেন, ওই বাড়ি ঘিরে ফেললে ভেতর থেকে গুলি চালানো হয়। আমাদের বিশেষজ্ঞ টিমকে খবর দেওয়া হয়েছে। তারা এলে অভিযান চালানো হবে।

ওডি/ আরএডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড