• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার তোপখানার ট্রপিক্যাল টাওয়ারে অগ্নিকাণ্ড

  অধিকার ডেস্ক

০৩ এপ্রিল ২০১৯, ২১:১৬
অগ্নিকাণ্ড
প্রতীকী ছবি

রাজধানীর তোপখানা রোডের ট্রপিক্যাল টাওয়ারে এবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার সংবাদ পাবার পর আগুন নিয়ন্ত্রণে দুটি ইউনিট পাঠিয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার (৩ এপ্রিল) রাত ৮টা ৩০ মিনিটের দিকে আগুন লাগে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল অপারেটর ফরহাদুল আলম।

এ দিকে রাত ৮টার দিকে রাজধানীর ওয়ারীতে একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভে যায়।

এর আগে ২৮ মার্চ (বৃহস্পতিবার) দুপুর ১২টা ৫৫ মিনিটে বনানীতে ২৩ তলা এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৬ জন নিহত ও ৭৩ জন আহত হন। দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা চেষ্টায় ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট আগুন নেভায়। এর একদিন পরই ৩০ মার্চ গুলশান-১ ও ২ নম্বর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চলতি মাসের ১ তারিখে মাত্র আধা-ঘণ্টার ব্যবধানে রাজধানীর ডেমরা ও গাউছিয়া মার্কেটে আগুন লাগে।

ওডি/আসো

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড