• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজধানীতে স্কুলছাত্রীর ‘আত্মহত্যা’

  অধিকার ডেস্ক

১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৪৩
আত্মহত্যা
প্রতীকী ছবি

রাজধানীর সবুজবাগে পঞ্চম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে দাবি করেছেন তার স্বজনেরা। নিহতের নাম রিমা আক্তার (১১)।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকালে এ আত্মহত্যার ঘটনা ঘটে। সবুজবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মনিবুর রহমান সংবাদটি নিশ্চিত করেছেন।

রিমা আক্তার তার দুই বোনের সঙ্গে রাজধানীর সবুজবাগ থানার মাদারটেক সরকার পাড়ায় ভাড়া বাসায় থাকতো।

বিষয়টি নিয়ে প্রতিবেশী বিল্লাল জানান, ঘরে আড়ার সঙ্গে ওড়নায় ফাঁস লাগানো অবস্থায় রিমাকে ঝুলতে দেখেন তারা। পরে তারা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টায় তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নিহতের বড় বোন সুমা আক্তার বলেন, ‘সবুজবাগের মাদারটেক সরকার পাড়ায় ভাড়া বাসায় আমরা তিন বোন থাকি। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে রিমা সবার ছোট। আমরা দুই বোন গার্মেন্টসে কাজ করি। সকালে রিমাকে বাসায় রেখে আমরা দুই বোন কর্মস্থলে যাই। পরে দুপুরে লাঞ্চের সময় খবর পাই, রিমা মারা গেছে; হাসপাতালে আছে।’

রিমা মায়ের সঙ্গে ফরিদপুরের সালতা থানার শিহিপুর গ্রামে বাড়িতে থাকতো বলে জানিয়ে তিনি আরও বলেন, ‘সম্প্রতি তাকে ঢাকার স্কুলে ভর্তির জন্য নিয়ে আসি; মাও চলে আসার কথা রয়েছে। বাবা বসুন্ধরায় থেকে রংয়ের কাজ করেন।’

নিহতের বড় বোন জানান, ‘রিমা কিছুদিন ধরে স্কুলে ভর্তির জন্য রাগারাগি করছিল। আমি সময় পাচ্ছিলাম না। পরে গতরাতে এ নিয়ে তাকে বকাঝকা করি। সকালে তার জন্য ২০ টাকা রেখে আমরা গার্মেন্টসে চলে যাই। রিমা ছোট বেলা থেকে একটু অভিমানী ছিল।’

আত্মহত্যার বিষয় নিয়ে সবুজবাগ থানার এসআই মনিবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড