• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

দগ্ধ ছয়জনের পাঁচজনই মারা গেলেন

  নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর ২০২১, ১৩:২৫
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট (ফাইল ফটো)

রাজধানীর সায়দাবাদ জনপথ মোড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ছয় জনের মধ্যে পাঁচ জনই মারা গেছেন। সর্বশেষ কবির হোসেন (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বুধবার (১৭ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, মৃত কবিরের শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে গত মঙ্গলবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শেখ হাসিনা ইনস্টিটিউটে মারা যান শফিক। তার শরীরের ৭৮ শতাংশ দগ্ধ ছিলও শ্বাসনালী ক্ষতিগ্রস্থ হয়েছিল।

এছাড়া গত মঙ্গলবার ভোর ৬টার দিকে মারা যায় রিপন মিয়া ও রাত সাড়ে ১০টার দিকে শফিকুল ইসলাম, আর সকাল সারে ৯টার মারা যায় আবুল কালাম। ইনস্টিটিউটে হাইডিপেন্ডেন্সি ইউনিটে (আইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

ডা. আইউব হোসেন আরও জানান, গত শুক্রবার সন্ধ্যায় যাত্রাবাড়ীর সায়দাবাদের জনপথ এলাকা থেকে ছয়জন দগ্ধ অবস্থায় হাসপাতালে আসে। এদের মধ্যে শামসুদ্দিন রবিন নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ভর্তিরত পাঁচজনই মারা গেছেন।

আরও পড়ুন: মাদক বিরোধী অভিযানে ১২৫ জনকে আটক

শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সায়দাবাদের জনপদ মোড়ে একটি দোতলা মার্কেটের নিচ তলাতে গ্যাস সিলিন্ডারের দোকান থেকে এই বিস্ফোরণ ঘটনা ঘটে। এতে তারা দগ্ধ হন।

ওডি/আজীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড