• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বকেয়া বেতনের দাবিতে রাজধানীতে শ্রমিকদের অবস্থান

  নিজস্ব প্রতিবেদক

০৪ ডিসেম্বর ২০২০, ১৪:৩৮
প্রেস ক্লাবের সামনে শ্রমিকদের অবস্থান
প্রেস ক্লাবের সামনে শ্রমিকদের অবস্থান (ছবি: সংগৃহীত)

বকেয়া বেতন পরিশোধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে এ ওয়ান (বিডি) লিমিটেডের কর্মরত ১১০০ শ্রমিক।

শুক্রবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

কর্মসূচি পালনকারী শ্রমিকদের দাবি, চলতি বছরের জানুয়ারি থেকে তারা বেতন-ভাতা পায়নি। মার্চ থেকে কারখানা বন্ধ হয়ে গেলে তাদের বেতন নিয়ে অনিশ্চতায় পড়ে যায়। এর মাঝে তারা ঢাকা ইপিজেড কর্তৃপক্ষসহ বিভিন্ন জায়গায় তাদের দাবি জানিয়েছে। ঈদুল ফিতরের আগে কিছু শ্রমিককে দশ-বিশ হাজার টাকা করে দিয়েছে।

আবার কাউকে কিছুই দেয়নি। তারা বকেয়া টাকা পরিশোধের দাবিতে এ ওয়ান (বিডি) লিমিটেডের কাছে স্মরণাপন্ন হয়েছেন। কিন্তু গত ১১ মাস ধরেও তাদের বকেয়া পরিশোধের কোনও উদ্যোগ গ্রহণ করা হয়নি।

শ্রমিকরা জানায়, চরম সংকটের মধ্যে দিন পার করছি। এরআগে আমরা বেপজা ও আশুলিয়া প্রেসক্লাবের সামনে খোলা আকাশের নিচে অবস্থান নিয়ে প্রতিবাদ করেছি। কিন্তু তাতেও কোনও আশ্বাস পাইনি বরং আমাদেরকে বারবার ফিরিয়ে দেওয়া হয়েছে। তাই গত মঙ্গলবার থেকে ‘আমরা চল চল, ঢাকা চল’ কর্মসূচি নিতে বাধ্য হই।

আরও পড়ুন : রোহিঙ্গাদের ইউরোপ-আমেরিকা নিচ্ছে ...

এসময় শ্রমিকরা বেপজা ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে দ্রুততম সময়ের মধ্যে বকেয়া বেতন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড