• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

৭ কেজি সোনাসহ দুবাই ফেরত যাত্রী আটক

  নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর ২০২০, ১৩:১৭
সোনার বার
সোনার বার (ছবি: সংগৃহীত)

লুকিয়ে ছয় কেজি ৯০০ গ্রাম সোনা চোরাচালানের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন এক যাত্রী।

বুধবার (১৮ নভেম্বর) মহব্বত আলী নামের এই যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম।

ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মোহাম্মদ মারুফুর রহমান বলেন, এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিম বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়।

নজরদারির এক পর্যায়ে আনুমানিক সকাল ৮টা ২০ মিনিটের দিকে দুবাই থেকে আগত এমিরেটসের একটি ফ্লাইটে (EK-582) আসেন মহব্বত আলী। লুকানো অবস্হায় তার কাছে ৬০টি সোনার বার পাওয়া যায়, যার মোট ওজন ছয় কেজি ৯০০ গ্রাম। এগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা।

আরও পড়ুন : করোনায় একদিনে ১০ হাজার মৃত্যু ...

আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে একটি ফৌজদারী মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানান মোহাম্মদ মারুফুর রহমান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড