• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

পুরান ঢাকায় আবারও কেমিক্যালের আগুন, দগ্ধ দুই

  নিজস্ব প্রতিবেদক

০৬ জুন ২০২০, ১৪:০৭
আগুন
আগুন (ছবি :সংগৃহীত)

রাজধানীর পুরান ঢাকার রায়সাহেব বাজার এলাকায় ফের কেমিক্যালের আগুনে পুড়ে দুই জন গদ্ধ হয়েছেন। তাদেরকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) ভোরে রায়সাহেব বাজারের লালচান মুকিম লেন এলাকার তিনটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরবর্তীতে ফায়ার সার্ভিস প্রাথমিক তদন্তে আগুনের সূত্রপাত কেমিক্যাল থেকে হয়েছে বলে জানায়। গোডাউনে রাখা মরিচা পরিষ্কার করার জন্য ব্যবহৃত কেমিক্যাল বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। এতে পুড়ে যায় তিনটি গোডাউনের জিনিসপত্র।

এই ঘটনায় দগ্ধ দুইজনের মধ্যে একজন রকি (২৮) তবে আরেকজনের নাম জানা যায়নি। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাসেল শিকদার বলেন, ‘রাযসাহেব বাজারের গোডাউনে আগুনের সূত্রপাত হয় কেমিক্যাল থেকে। ওই গোডাউনে নাট পরিষ্কার করার এক ধরনের কেমিক্যাল ছিল। সেই কেমিক্যাল বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের সদস্যরা রিপোর্ট দিয়েছেন। কম বেশি তিনটি গোডাউনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

প্রসঙ্গত, এরআগে ২০১০ সালের ৩ জুন পুরান ঢাকার নিমতলীতে অবৈধভাবে পরিচালিত কেমিক্যালের গুদামে আগুন লেগে ১২৪ জনের মৃত্যু হয়। এছাড়া গত বছরের ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুরিহাট্টা এলাকায় ভয়াবহ আগুনে অন্তত ৬৭ জনের মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড