• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিনা কারণে বের হয়ে জরিমানা গুনলেন ২৫ জন 

  অধিকার ডেস্ক

০৬ এপ্রিল ২০২০, ২১:৪৩
র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান
রাজধানীর ফার্মগেট এলাকায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান (ছবি : সংগৃহীত) 

দেশে করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে ঢাকায় যারা অযথা বাইরে ঘোরাফেরা করছে তাদের জরিমানা করতে শুরু করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ এপ্রিল) ঢাকায় র‍্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম অভিযান চালিয়ে এরকম ২৫ জনকে ৮৯,৫০০ টাকা জরিমানা করেছেন। বাড়ি থেকে বের হওয়ার ব্যাপারে সদুত্তর দিতে না পারায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।

অন্যদিকে মিরপুর এলাকায় সক্রিয় ছিল র‍্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত। অযথা বাইরে বের হওয়া সাত জনকে জরিমানা করছে এই ভ্রাম্যমাণ আদালত।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বাহিনীর পক্ষ থেকে বলা হয়, এই বিশেষ ভ্রাম্যমাণ আদালত প্রতিদিন চলবে। যারা জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবেন তাদের অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ড দেওয়া হতে পারে।

সরকার ঘোষিত সাধারণ ছুটিতে কেউ যেন বিনা কারণে বাইরে ঘোরাঘুরি না করে তা নিয়ে সরকারের থেকে বারবার বলা হলেও অনেকেই রাস্তায় নামছেন অযথা ঘোরাঘুরি করছেন।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড