• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি

  নিজস্ব প্রতিবেদক

০২ এপ্রিল ২০২০, ১৮:৪২
শিলাবৃষ্টি
রাজধানীতে শিলাবৃষ্টি (ছবি : সংগৃহীত)

করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে হঠাৎ ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির কবলে পড়েছে রাজধানীবাসী।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকাল পৌনে ৬টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় আকাশ কালো করে মেঘ জমে দমকা হওয়াসহ শিলাবৃষ্টি শুরু হয়।

ঢাকা আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দীন বলেন, শিলাবৃষ্টির সময় পৃথিবীর দিকে বায়ুস্তরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে অর্থাৎ শূন্য ডিগ্রির নিচে নেমে আসে। ফলে আকাশে জমে থাকা মেঘ বরফে পরিণত হয়। অর সেই মেঘ থেকে শিলাবৃষ্টি ঝরে পড়ে।

এছাড়াও এসময় আকাশে বজ্র মেঘ তৈরি হয়। ফলে মেঘের ঘর্ষণজনিত কারণে বজ্রপাত হয়। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বজ্রঝড় ও শিলাবৃষ্টি হতে পারে বলে জানান আবহাওয়াবিদ আফতাব।

এর আগে আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম ভাগের দু’এক স্থানে অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে, একই সঙ্গে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সীতাকুণ্ড, ফেনী, রাঙামাটি, মাইজদীকোর্ট, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

তবে আগামী তিন দিনের পূর্বাভাসে আবহাওয়া পরিবর্তন হয়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আভাস দিয়েছে অধিদপ্তর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড