• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

মালিবাগে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

  নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ ২০২০, ১৭:২১
সড়ক অবরোধ
পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ (ছবি : সংগৃহীত)

রাজধানীর মালিবাগ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। রবিবার (২২ মার্চ) লাঞ্চ বিরতির সময় রাস্তায় তারা অবস্থান নেন। এ সময় সড়কের এক পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

জানা গেছে, পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে রামপুরা ডিআইটি রোড মালিবাগ পদ্মা সিনেমা হল সংলগ্ন সড়ক অবরোধ করে রেখেছেন পোশাক কারখানার শ্রমিকরা। লাঞ্চের বিরতির সময় ড্রাগন সোয়েটার বাংলাদেশ লিমিটেডের শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। পরে ওই রাস্তা অবরোধ করে রাখেন তারা।

ড্রাগন সোয়েটার পোশাক কারখানার শ্রমিক মিন্টু বলেন, গত পাঁচ মাস যাবত আমরা বেতন পাচ্ছি না। কারখানার অফিসাররা বলছেন, আজ বেতন হবে, কাল বেতন হবে। এভাবে পাঁচ মাস পার হয়ে গেছে। এখনো আমাদের বেতন দেওয়া হচ্ছে না। এ কারণে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

আরও পড়ুন : করোনা আক্রান্ত ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন

এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, সড়ক অবরোধ করে পোশাক কারাখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন। এই খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের সঙ্গে কথা বলছি।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড