• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাংবাদিক সুমন হত্যাচেষ্টায় আরও একজন গ্রেপ্তার

  নিজস্ব প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি ২০২০, ১৩:০৭
মোস্তাফিজুর রহমান সুমন
আগামী নিউজ ডটকমের সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমন (ছবি : সংগৃহীত)

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমন হত্যাচেষ্টা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম ইমন মোল্লা (৩১)।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর মোহাম্মদপুর থানার ৩৪ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন।

এর আগে এই হত্যাচেষ্টা মামলায় আরও ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলো- মো. আলাউদ্দিন সরদার, মো. মাসুদ, রাসেল হাওলাদার, জহিরুল ইসলাম অপু ও ইসমাইল হোসেন।

১ ফেব্রুয়ারি দুপুরে নির্বাচনের দিন মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন ওরফে খোকনের সশস্ত্র বাহিনীর প্রকাশ্যে মহড়ার ছবি তুলছিলেন আগামী নিউজ ডটকমের সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমন। এতে করে খোকনের লোকজন সাংবাদিক সুমনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

আরও পড়ুন : দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার শপথ ফখরুলের

এ ঘটনায় ৩ ফেব্রুয়ারি রাতে সাংবাদিক সুমন নিজেই বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টার মামলা করেন।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড