• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভোটের মাঠে অস্ত্রের ছবি তোলায় সাংবাদিক রক্তাক্ত

  নিজস্ব প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি ২০২০, ১২:১০
মোস্তাফিজুর রহমান সুমন
রক্তাক্ত অনলাইন নিউজ পোর্টাল আগামী নিউজের সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমন (ছবি : দৈনিক অধিকার)

রাজধানীর মোহাম্মদপুরে জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ে মোস্তাফিজুর রহমান সুমন নামে এক সাংবাদিকের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিনি এ হামলার শিকার হন।

আহত সংবাদকর্মী সুমন অনলাইন নিউজ পোর্টাল আগামী নিউজে কর্মরত। তার বাড়ি সাতক্ষীরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য তিনি।

মোহাম্মদপুরে জাফরাবাদের এই কেন্দ্রটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৪ নম্বর ওয়ার্ডে পড়েছে। এই ওয়ার্ডে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে ভোটের লড়াই করছেন খোকন। অন্যদিকে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে রয়েছেন এমপি সাদেক খানের ভাতিজা রাজেশ খান।

হামলার সময় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) সাবেক সভাপতি সালেহ আকন্দ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আহত সংবাদকর্মী সুমনের সঙ্গেও রয়েছেন তিনি।

আরও পড়ুন : আতিকের কেন্দ্রে বিএনপির এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ

সালেহ আকন্দ বলেন, কাউন্সিলর প্রার্থী খোকনের (টিফিন ক্যারিয়ার প্রতীক) সমর্থকরা অস্ত্র নিয়ে ঘুরছিল। সেই ছবি তুলছিল মোস্তাফিজ। এটি দেখামাত্র ওই অস্ত্র দিয়েই তার মাথায় আঘাত করা হয়। এরপর সে মাটিতে লুটিয়ে পড়ে।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড