• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চলন্তিকা বস্তিতে আগুন : মারা গেলেন সেই দগ্ধ পারভিন

  নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি ২০২০, ১০:৩৮
চলন্তিকা বস্তি
ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরে চলন্তিকা বস্তিতে আগুনে দগ্ধ তরুণী পারভিন (৩৫) মারা গেছেন।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

তিনি বলেন, নিহত পারভীন চলন্তিকা বস্তিতেই বসবাস করতেন। তার তেমন কোনো আত্মীয়স্বজন নেই। পারভীনের মরদেহ বর্তমানে ঢামেক হাসপাতাল মর্গে রাখা আছে। ময়না তদন্ত করার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর সোয়া ৪টার দিকে ঢাকার মিরপুরের রুপনগর থানাধীন চলন্তিকা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শতাধিক ঘর আগুনে ভস্মীভূত হয়। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।

আরও পড়ুন : নির্বাচনে ‘ভোট চোরদের’ প্রতিহতের ঘোষণা আমীর খসরুর

অগ্নিকাণ্ডের ঘটনায় পারভিনের (৩৫) শরীরের ৯০ ভাগ পুড়ে গিয়েছিল। ওইদিন দগ্ধ অবস্থায় সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটে নিয়ে আসে।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড