• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘আমার খোকসার’ প্রিমিয়ার শো প্রস্তুতি 

  মনিরুল ইসলাম মনি

১৯ জানুয়ারি ২০২০, ১৮:০১
খোকসা
প্রিমিয়ার শোর প্রস্তুতি সভা শেষে টিম ‘আমার খোকসা’ (ছবি : দৈনিক অধিকার)

খোকসার ইতিহাস আর ঐতিহ্য ভিজ্যুয়াল মাধ্যমে ফুটিয়ে তুলতে নির্মিত প্রামাণ্যচিত্র ‘আমার খোকসা’-এর প্রিমিয়ার শো আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় রাজধানীর ধানমন্ডির ডাটাভিশন ট্রেনিংসেন্টারে অনুষ্ঠিত এ সভায় পুরো পরিকল্পনা প্রেজেন্টেশন করেন ‘আমার খোকসার’ পরিচালক মনিরুজ্জামান শাহীন।

পরিচালক শাহীন বলেন, ‘আমাদের দীর্ঘ ১০ বছরের লালিত স্বপ্নের উন্মোচন হবে আগামী ২৭ মার্চ। খোকসাবাসীর হৃদয় ও মনে জমে থাকা আকাঙ্ক্ষার দীর্ঘতা অবশেষে শেষ হতে যাচ্ছে। ‘আমার খোকসার’ প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে খোকসায়। এর আগে আমরা ঢাকার মিডিয়া ব্যক্তিত্ব ও আমার খোকসার শুভাকাঙ্ক্ষীদের নিয়ে টেকনিক্যাল শোয়ের আয়োজন করব।’

এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করতে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

আমার খোকসার বিভিন্ন কনটেন্টের অন্যতম পরামর্শক এ. আই. আরমান বলেন, আমার খোকসার শুরুর মুহূর্তটা দারুণ আবেগে ভরপুর। এটি খোকসার একটি ভিজ্যুয়াল দলিল। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এটি দারুণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। এর যে কোনো কাজে আমার সহায়তা থাকবে।

দৈনিক গড়ব বাংলাদেশের প্রধান সম্পাদক উজ্জ্বল রায় বলেন, ‘আমার খোকসা আমাদের সন্তানের মতো। তাই এটিকে আরও বর্ণাঢ্য ও বৈচিত্র্যপূর্ণ করতে হবে। এজন্য সবাইকে যার যার অবস্থান থেকে সহায়তা করতে হবে।’

এ দিকে খোকসার মানুষ না, অথচ খোকসার প্রতি ভালোবাসার কমতি নেই। এমন দুজন মানুষও হাজির হয়েছিলেন এ প্রস্তুতি সভায়। তারা হলেন- বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ডা. সাহেদ ইমরান এবং দুরন্ত টিভি ও আমার খোকসার ভিজ্যুয়াল এডিটর এম. এ. রশিদ।

সকল সহযোগিতার আশ্বাস দিয়ে সাহেদ ইমরান বলেন, ‘আমি অভিভূত যে, নিজের গ্রাম বা নিজের এলাকা নিয়ে মানুষের চিন্তা-চেতনা এখনো শেষ হয়ে যায়নি। আমি ‘আমার খোকসা’ নির্মাণ মান দেখে এর সঙ্গে সংযুক্ত হওয়ার ইচ্ছে প্রকাশ করেছি। আমার তরফ থেকেও আন্তর্জাতিক মানের এ ডকুমেন্টারির জন্য সহায়তা থাকবে।’

রংপুরের মানুষ এম. এ. রশিদ। যিনি ভালোবেসেই প্রামাণ্যচিত্র ‘আমার খোকসার’ কারিগরি সহায়তা করেছেন। তিনি বলেন, ‘আমার বাড়ি রংপুর। কিন্তু রংপুরের সাথে খোকসার নামকরণের ইতিহাসটি জড়িয়ে আছে। কারণ রংপুরের খোকসা (ডুমুর) গাছের নামেই খোকসা উপজেলার নামকরণ হয়েছে। রংপুর অঞ্চলে ডুমুর গাছকে ‘খোকসা গাছ’ বলা হয়।’

‘আমার খোকসার’ প্রিমিয়ার শো উপলক্ষে ঢাকায় প্রস্তুতি সভা

এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নিউজ প্রেজেন্টার ডা. আসাদুজ্জামান সবুজ, সাংবাদিক ও শিশু সাহিত্যিক মনিরুল ইসলাম মনি, গণমাধ্যমকর্মী তনু শোভা, রেজাউল করিম রেজা, রোকসানা আফরোজ রিতা, ইফতেখার মাশরুর গালিব, মাহফুজা আনজুম, সুমাইয়া ফেরদৌস নিহা, শেখ মো. ইমরান, ফারজানা ববি চুমকি এবং আরিফুল ইসলাম।

প্রামাণ্যচিত্রের দৃশ্য সংক্ষেপ-

রাজিব আহমেদ। যিনি দেশের অসংখ্য কালজয়ী গানের কথাস্রষ্টা। পেশাজীবনে তিনি চ্যানেল আইয়ের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ। সম্প্রতি নাট্যকার হিসেবে দারুণ জশ কামিয়েছেন। রাজিব আহমেদ কুষ্টিয়ার খোকসা শিমুলিয়া গ্রামের সন্তান। সেই আশির দশকে তিনি বাবা-মায়ের সঙ্গে খোকসা ছাড়েন। এর পরে শৈশবে কয়েকবার খোকসা যাওয়ার সুযোগ হলেও বাবা মারা যাওয়ার পর আর কখনো খোকসাতে যাওয়া হয়নি।

তাকে নিয়েই এর শুরু, যদিও পুরোটা জুড়েই তিনি। অনেক অনেক বছর পরে খোকসা গিয়ে স্মৃতি রোমন্থন করে আবেগাপ্লুত রাজিবকে দেখে সবার মনই কেঁদে উঠতে বাধ্য। তারপর খোকসার এই গুণী পুরুষ খোকসাকে নিয়ে তার অতীত স্মৃতি আওড়াবেন। মিশে যাবেন খোকসার মাটি, মানুষ আর মায়ের ভাষার সঙ্গে

‘আমার খোকসার’ বাকি গল্প তার মুখেই শোনা যাবে। এ জন্য অপেক্ষা করতে হবে ২৭ মার্চ পর্যন্ত।

ওডি/এমআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড