• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

উত্তরায় আবাসিক ভবনে আগুন

  নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি ২০২০, ২১:৩৩
আবাসিক
উত্তরায় আবাসিক ভবনে আগুন (ফাইল ফটো)

রাজধানীর উত্তরায় একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট শনিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে, শনিবার রাত ৯টার দিকে উত্তরা ১২ নম্বর সেক্টরের শাহ মাখদুম অ্যাভিনিউ সাত নম্বর বাড়ির পাঁচতলায় আগুন লাগার ঘটনা ঘটে।

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওই ফ্লোর থেকে একাধিক ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে আগুনে ওই ফ্লোরে থাকা বায়িং হাউজের মালামাল পুড়ে গেছে।

উত্তরা ফায়ার সার্ভিসের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, ভবনটি আবাসিক হলেও ওই ফ্লোরে বাণিজ্যিকভাবে বায়িং হাউজের ব্যবসা চলত। মালামাল দিয়ে ওই ফ্লোরের সব রুম ভর্তি ছিল। এ কারণে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে। অবশ্য ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, তা না হলে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়তে পারত।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পারেননি এই কর্মকর্তা।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড