• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রতারণার অভিযোগে যুবক আটক

  নিজস্ব প্রতিবেদক

০৪ জানুয়ারি ২০২০, ০২:৩৭
আটক
আটক (ছবি : ফাইল ফটো)

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর পল্লবী থেকে এক যুবকে আটক করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) রাত দশটার দিকে শেরে বাংলা নগর থানা পুলিশ তাকে আটক করে।

আটককৃত যুবকের নাম ফয়সাল হোসেন (৩৪)। তার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়ার কথা বলে শামছুন্নাহার নামের এক নারীর কাছ থেকে তিনি ১ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ করেন বলে জানায় পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ফয়সাল হোসেন শামছুন্নাহারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। আর এ জন্য কয়েক দফায় তিনি শামছুন্নাহারের কাছ থেকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা নেন। টাকা নেওয়ার পর তিনি শামছুন্নাহারকে ধোঁকা দেন, এরপর শামছুন্নাহার প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মীদের বিষয়টি জানান। কর্মীরাই প্রতারণার ব্যাপারটি পুলিশকে জানায়। এরপর তদন্তের মাধ্যমে ফয়সালকে শনাক্ত করে আটক করে পুলিশ। এখনো মামলা না করলেও মামলার প্রস্তুতি নিচ্ছেন শামছুন্নাহার।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড