• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজধানীতে গৃহপরিচারিকার আত্মহত্যা

  অধিকার ডেস্ক

১০ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৩
বনশ্রী
বনশ্রীর ম্যাপ

রাজধানীর বনশ্রীতে নীলা নামে এক কিশোরী গৃহপরিচারিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার বয়স আনুমানিক ১৬ থেকে ১৭ বছর।

মেয়েটি এক ছেলের সঙ্গে মুঠোফোনে কথা বলেই ফোন জানালা দিয়ে ফেলে রুমে গিয়ে আত্মহত্যা করেছে। এমনটিই দাবি করেছে পুলিশ। তবে বাড়ির আশপাশ থেকে ফোনটি উদ্ধার করতে পারেনি পুলিশ।

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় বনশ্রী বি-ব্লকের এক নম্বর রোডের ৩৬ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়িটির গৃহকর্তার নাম আব্দুল করিম।

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বদরুল। তিনি বলেন, ময়না তদন্তের জন্য নীলার লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিয়ে ঘটনাস্থলে উপস্থিত রামপুরা থানার এসআই আক্তার বলেন, ওই বাসায় গৃহপরিচারিকার আত্মহত্যার খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে একটি ঘরে মেয়েটিকে মৃত অবস্থায় পাই। বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নীলা সন্ধ্যায় তার ব্যক্তিগত মুঠোফোনে একটি ছেলের সঙ্গে কথা বলছিল। কথা বলার কিছুক্ষণ পরই সে মুঠোফোনটি জানালা দিয়ে ফেলে দেয় এবং তার ঘরে গিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস দেয়। বাড়ির লোকজন নীলার ঘরের দরজা খুলে তাকে ঝুলে থাকতে দেখে।

আরও পড়ুন : খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ আজ

আব্দুল করিমসহ তার পরিবারের লোকজনকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানিয়ে এসআই আরও বলেন, নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। তার গলায় দাগ ছাড়া অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

জানা গেছে, নীলা ৬ মাস ধরে এই বাসায় কাজ করত। অনেক দিন ধরে সে ফোনে একটি ছেলের সঙ্গে কথা বলত বলে জানায় বাড়ির লোকজন।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড