• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

অতিরিক্ত সচিবকে গ্রেফতার করালেন ডাক্তার স্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

০১ ডিসেম্বর ২০১৯, ১৬:০২
ড. জাকির হোসেন
অতিরিক্ত সচিব ড. জাকির হোসেন (ছবি : সংগৃহীত)

স্ত্রীর অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ওএসডি) ড. জাকির হোসেন গ্রেফতার হয়েছেন।

ঢাকার রমনা থানায় শনিবার (৩০ নভেম্বর) রাতে জাকিরের স্ত্রী ডা. ফাতেমা জাহান বারী (৩৯) একটি মামলা করেন। পরে জাকিরকে তার বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ কর্মকর্তারা জানান, শনিবার জরুরি সেবার হটলাইন ৯৯৯-এ ফোন করে জাকির হোসেনের বিরুদ্ধে অভিযোগ করেন তার চিকিৎসক স্ত্রী। পাশাপাশি ফাতেমা তার স্বামীর বিরুদ্ধে রমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

জাকিরের বাসায় গিয়ে পুলিশের একটি টিম ফাতেমাকে উদ্ধার করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়।

ফাতেমা জানান, জাকির যৌতুকের দাবিতে তাকে প্রায়ই নির্যাতন করতেন। তিনি অনেক সহ্য করেছেন, কিন্তু আর পারছিলেন না। অবশেষে বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছেন।

জানা যায়, অতিরিক্ত সচিব জাকির হোসেন এর আগেও দুটি বিয়ে করেন। ওই স্ত্রীরা তাকে ছেড়ে চলে গেছেন। গত বছর তিনি ফাতেমা জাহানকে বিয়ে করেন। তাদের ঘরে কোনো সন্তান নেই। মামলায় ফাতেমা জাহান ৭০ লাখ টাকা যৌতুকের অভিযোগসহ তাকে নিয়মিত নির্যাতনের অভিযোগ করেছেন।

রমনা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, স্ত্রীর মামলায় অতিরিক্ত সচিবকে গ্রেফতার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ৯৯৯ খবর পেয়ে পুলিশ ওই বাসায় যাওয়ার পর অতিরিক্ত সচিব পুলিশের ওপর চটে যান।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড