• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

পেঁয়াজের কারসাজিকারীদের ধরতে রাজধানীতে অভিযান

  অধিকার ডেস্ক

১৬ নভেম্বর ২০১৯, ১৫:৫৩
অভিযান
ছবি : সংগৃহীত

নিত্য প্রয়োজনীয় পণ্য পেঁয়াজের লাগামহীনভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আমদানি বন্ধ ও দেশে ‘সংকট’- এর অজুহাত দেখিয়ে গত দেড় মাস ধরে প্রায় প্রতিদিনই বাড়ানো হয়েছে এর দাম। বিশেষ করে গত বৃহস্পতিবার ও শুক্রবার দুদিনে দাম বেড়েছে হু হু করে। অস্থির হয়ে উঠেছে ঢাকাসহ সারা দেশের পেঁয়াজের বাজার।

রীতিমতো অধিকাংশ মানুষের ক্রয়সীমার বাইরে চলে গেছে নিত্য প্রয়োজনীয় এ পণ্যটি। লাগামহীন পেঁয়াজের বাজারে দাম এখন কেজিপ্রতি ২৬০ থেকে ২৭০ টাকা। যা একদিন আগে শুক্রবার (১৫ নভেম্বর) ছিল ২৫০ টাকা। পেঁয়াজের কারসাজিকারীদের ধরতে এবার রাজধানীর পুরান ঢাকার শ্যামবাজারে অভিযান চালানো শুরু করছে বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার তদারকি টিম।

শনিবার (১৬ নভেম্বর) বেলা ১টা থেকে এ অভিযান পরিচালনা শুরু হয়। অভিযান পরিচালনা করছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল। এতে সার্বিক সহযোগিতা করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের প্রতিনিধিরা।

পেঁয়াজের কারসাজিকারীদের ধরতে অভিযান চালাচ্ছি বলে জানিয়ে আব্দুল জব্বার মন্ডল বলেন, এখন পর্যন্ত তিন প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অধিকাংশ প্রতিষ্ঠান পেঁয়াজ কিনে অনৈতিকভাবে ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বেশি নিচ্ছেন। আবার অনেক প্রতিষ্ঠানে মূল্য তালিকা নেই। তারা এক কেজি পেঁয়াজ ১৪০ টাকায় কিনে বিক্রি করছে ২২০ টাকায়। এটা কীভাবে সম্ভব! এরাই মূলত কারসাজি করে বাজারের দাম বাড়িয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা আরও বলেন, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনা অনুযায়ী নিয়মিত বাজার অভিযান চালানো হচ্ছে। কিছু কিছু ব্যবসায়ী অনৈতিকভাবে পেঁয়াজের দাম বাড়াচ্ছে। তাদের জরিমানার পাশাপাশি সতর্ক করা হচ্ছে। ভবিষ্যতে তারা এ ধরনের অপরাধ পুনরায় করলে আইন অনুযায়ী কঠোর শাস্তি দেওয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন : ঐক্যের মাধ্যমে সরকারকে সরানোই মূল কাজ

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড