• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

কেরানীগঞ্জে চুলার জ্বালে তৈরি হয় ‘জনসন বেবি লোশন’

  নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর ২০১৯, ১৫:৩৯
চুলায় জ্বাল দিয়ে তৈরি করা নকল জনসন বেবি লোশন
চুলায় জ্বাল দিয়ে তৈরি করা নকল জনসন বেবি লোশন (ছবি : সংগৃহীত)

ঢাকার কেরানীগঞ্জের আতাসুর এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৮ কোটি টাকা মূল্যের নকল বেবি কসমেটিক্স সামগ্রীসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (১২ নভেম্বর) মধ্যরাত পর্যন্ত র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম অভিযান চালিয়ে তাদের আটক করে।

অভিযানে গিয়ে র‍্যাব দেখতে পায়, একটি বড় পাতিলে চুলায় রেখে নানা কেমিকেল মিশিয়ে জনসন বেবি লোশন তৈরি করা হচ্ছে। দেড়ঘণ্টা পর চুলা থেকে নামিয়ে সেগুলোতে সুগন্ধি মিশিয়ে বাজারের জনসন বেবি লোশনের হুবহু নকল বোতলে ঢুকানো হচ্ছে। এগুলো প্রথমে রাজধানীর চকবাজারে, তারপর পর্যায়ক্রমে সেখান থেকে চলে যায় দেশের সব জায়গায়।

জনসন বেবি লোশন ছাড়াও এখানে জনসন বেবি অয়েল, অলিভ অয়েল, কুমারিকা হেয়ার ওয়েল, ডাবর আমলা তেলসহ মোট ২৬টি বিদেশি পণ্যের নকল মালামাল উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, অতিরিক্ত লাভের আশায় এসব নকল পণ্য তৈরি করছে একটি চক্র, সাথে জড়িত বাড়ির মালিকরা।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, ‘এখানকার কসমেটিক্স এখান থেকে সারা দেশে ছড়িয়ে পড়ছে। এসব বেবি লোশন, বেবি হেয়ার অয়েল ইত্যাদি বাচ্চাদের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এমনকি বাচ্চাদের ক্যান্সারের কারণ হতে পারে এসব নকল সামগ্রী। এসব পণ্য কিনে ক্রেতারা যেমন প্রতারিত হচ্ছেন, একইভাবে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।’

ওডি/এমআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড