• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

৫৫ কেজি রুপা ও স্বর্ণসহ শাহজালালে আটক ১

  অধিকার ডেস্ক

০৭ নভেম্বর ২০১৯, ০৯:২০
সোনা ও রুপা
সোনা ও রুপা (ছবি : সংগৃহীত)

৮০০ গ্রাম স্বর্ণ ও ৫৫ কেজি রুপাসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নজরুল ইসলাম (৩৬) নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। আটক নজরুল ঢাকার সাভার থানার শ্যামলাপুরের শামলাশি বাহেরচরের তাজুল ইসলামের ছেলে।

বুধবার (৬ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে তার ব্যাগ তল্লাশি করে বিমানবন্দর থেকে স্বর্ণ ও রুপাসহ ওই যাত্রীকে আটক করা হয়। জব্দ করা স্বর্ণ ও রুপার বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে জানা গেছে।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত জানান, বুধবার সকালে তার্কিশ এয়ারযোগে ইতালি থেকে ঢাকায় আসেন নজরুল। এরপর সকাল ৭টার দিকে বিমানবন্দরের ক্যানোপি ২ এলাকার বহিরাঙ্গন থেকে তাকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ। পরবর্তীতে তার ব্যাগ তল্লাশি করে মোট ৮০০ গ্রাম স্বর্ণে ছয়টি চাকতি ও ৫৫ কেজি রুপা পাওয়া যায়।

নজরুলের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালানবিরোধী ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওডি/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড