• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঘরোয়া উপায়ে বাড়ান কাঁচির ধার

  লাইফস্টাইল ডেস্ক

০৬ জানুয়ারি ২০২০, ১১:১৯
কাঁচি
কাঁচির ধার বাড়াতে লাগবে শিরিষ কাগজ; (ছবি- ইন্টারনেট)

কাটাকুটির কথা ভাবলেই সবার প্রথমে যেই উপকরণটির কথা মাথায় আসে তা হলো কাঁচি। ঘরোয়া বিভিন্ন কাজে এর ব্যবহার সবারই জানা। অনেকেই রান্নাঘরে পেঁয়াজের কলি বা শাক কাটার ক্ষেত্রেও কাঁচি ব্যবহার করে থাকেন।

টানা কয়েকদিন কাজ না করলে কাচিতে জং ধরে। চাইলে ঘরোয়া উপায়ে এই জং দূর করা যায়। এজন্য আপনার প্রয়োজন পানি ও শিরিষ কাগজ। যে কোনো হার্ডওয়্যারের দোকানে পাবেন শিরিষ কাগজ।

কীভাবে ধার করবেন?

প্রথমে শিরিষ কাগজ ভাগ করে ৪ টুকরো করে নিন। একটি কাগজ দিয়ে ২০ থেকে ৩০ বার সান বা ধার দেওয়া যায়। তবে খেয়াল রাখবেন শিরিষ কাগজ যেন ওয়াটার প্রুফ হয়। একটি স্কেলে শিরিষ কাগজ পেঁচিয়ে নিন। এরপর সামান্য সময়ের জন্য পানিতে ভিজিয়ে রাখুন।

আরও পড়ুন- রান্নার ভুল শুধরে নিন সহজ উপায়ে

এবার ভেজা শিরিষ কাগজে কাঁচির কোণার অংশ ঘষতে থাকুন। সময় নিয়ে বার বার ঘষুন, যতক্ষণ না চকচকে না হয়। একটু পর পর কাঁচি পানিতে ভিজিয়ে নেবেন। সান দেওয়া শেষ হলে একটি কাপড়ে সেলাই মেশিনের তেল নিয়ে কাঁচিতে মুছে নিন। তাহলে কাঁচিতে আর জং ধরবে না।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড