• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকা ওমেন্স ম্যারাথন- ২০১৯

নারী দিবসে ঢাকার পথে দৌড়ালেন ৪৬৭ নারী

  অধিকার ডেস্ক    ০৯ মার্চ ২০১৯, ১৫:৫৬

ঢাকা ওমেন্স ম্যারাথন
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নারীদের একাংশ (ছবি : সংগৃহীত)

নারী কেবল ঘরে নয়, ঘরের বাইরের জগতেও সংগ্রামী। প্রতিযোগিতায় লড়ার শক্তি রয়েছে প্রত্যেক নারীর। শুক্রবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবসের দিন রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হলো অংশগ্রহণে প্রাণ ম্যাঙ্গো ঢাকা ওমেন্স ম্যারাথনের চতুর্থ আসর। কেবলমাত্র নারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন দেশ-বিদেশের ৪৬৭ পেশাদার ও অপেশাদার দৌড়বিদ।

শুক্রবার সকাল ৬টা থেকে রাজধানীর হাতিরঝিলের এফডিসি মোড় থেকে শুরু হয় ১০ কিলোমিটার দীর্ঘ এই মিনি ম্যারাথনের। পুরো হাতিরঝিল প্রদক্ষিণ করে আবার এফডিসি মোড় হয়ে গুলশান ১নং সংলগ্ন কনকর্ড পুলিশ প্লাজা পয়েন্টে শেষ হয় এই ম্যারাথন।

নির্ধারিত ১ ঘণ্টা ৩০ মিনিটের মধ্যে পুরো ১০ কিলোমিটার দৌড় শেষ করেন দেশি-বিদেশি ১৩৬ দৌড়বিদ। এবারকার আসরে চ্যাম্পিয়ন হয়েছেন যুক্তরাজ্যের দৌড়বিদ জেন ক্রাউডা (Jane Crowda, UK)। পুরো পথ পাড়ি দিতে এই নারীর সময় লেগেছে ৪৭ মিনিট ৫৯ সেকেন্ড।

প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন দেশের কৃতি অ্যাথলেট মিরোনা। তার টাইমিং ছিল ৪৯ মিনিট ৪০ সেকেন্ড। আর ৫১ মিনিট ১৬ সেকেন্ড সময়ে ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দ্বিতীয় রানারআপের স্বীকৃতি পেয়েছেন সুইজারল্যান্ডের অ্যালেক্সা মেকোনেন (Alexa Mekonen, Switzerland)।

চট্টগ্রাম থেকে ঢাকার এই দৌড়ের আসরে অংশ নিয়েছেন আসমা ইম্পা। তিনি বলেন, ‘২০১৬ সালে এই প্রতিযোগিতা শুরু হলেও খুব কম নারী অংশ নিয়েছিল। আমি এই নিয়ে দ্বিতীয়বার অংশ নিলাম। এবার প্রায় সাড়ে চারশ নারীর সঙ্গে দৌড়েছি, এই অনুভূতিটা অন্যরকম।’

নারীদের দৌড়ের ব্যাপারটি সমাজ কীভাবে নিচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের দেশের মেয়েরা কোনো খেলাধুলায় অংশ নেবে এটা অনেকেই সহজভাবে মানতে পারে না। তবে এখন ধীরে ধীরে সবার ভাবনায় পরিবর্তন আসছে। নারীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য দৌড় খুবই গুরুত্বপূর্ণ। কেবল ছেলেরা নয়, মেয়েরাও এখন লং ডিস্টেন্স রানিং এ আগ্রহী হচ্ছে।’

সিলেট থেকে এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন নাদিরা নাসরিন সাদিকা। এবার প্রথমবারের মতো অংশ নেওয়া এই নারী জানান নিজের ভালো লাগার কথা, ‘দেশের সব নারী দৌড়বিদদের সঙ্গে একসাথে দৌড়িয়েছি। কষ্ট হলেও এই অনুভূতিটা ভালো লাগার। নারীদের জন্য এমন আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার।’

সমাজের নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা নারীরা সব করতে পারি। নারীরা ঘরের বেরিয়ে আসুক, স্বাধীনভাবে চলুক। সব কিছু সামলে রেখে নারীরা চলতে পারে, এটাই আমাদের নারীশক্তি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড