• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

লাউ দিয়েই রান্না করুন পায়েস

  লাইফস্টাইল ডেস্ক

২৪ জানুয়ারি ২০২০, ১০:১৭
লাউয়ের পায়েস
লাউয়ের পায়েস; (ছবি- ইন্টারনেট)

বছরজুড়ে যে সবজিগুলো পাওয়া যায় তার মধ্যে লাউ একটি। সাধারণত তরকারি হিসেবে খাওয়া হয় এটি। আবার লাউয়ের চামড়া দিয়ে বানানো যায় ভর্তা, ভাজিও। তবে সফেদ রঙা এই সবজিটি দিয়ে কখনো পায়েস রান্না করেছেন কি?

স্বাদ বদল করতে রান্না করতে পারেন লাউয়ের পায়েস। পারিবারিক উৎসবে এই পদটি দিয়ে চমকে দিন সবাইকে।

যা যা প্রয়োজন

১ কেজি লাউ, ২ লিটার দুধ, ৫০০ গ্রাম চিনি, ২ চামচ ঘি, আধা কাপ কাজুবাদাম (কুচানো), আধা কাপ কিশমিশ, ৪টি ছোট এলাচ।

প্রণালি

লাউয়ের খোসা ছাড়িয়ে মিহি কুঁচি করে নিন। কুচানো লাউ ভালো করে চিপে পানি বের করে ফেলুন। একটি পাত্রে দুধ দিয়ে ঘন করে ফুটিয়ে রাখুন। এবার অন্য একটি কড়াইয়ে ঘি গরম করুন। গরম হলে এতে কুচানো কাজুবাদামগুলো হালকা করে ভেজে ফেলুন।

আরও পড়ুন : সহজেই রান্না করুন ‘শাহী ফিরনি’

কাজুগুলো তুলে ঘি তে কুচানো লাউ দিয়ে দিন। হালকা আঁচে ভালো করে ভেজে নিন। ভাজা লাউয়ে ফুটানো দুধ মিশিয়ে ভালো করে ফুটিয়ে ফেলুন। এক এক করে চিনি, ভাজা কাজুবাদাম ও কিশমিশ মেশান। একটু নেড়েচেড়ে এলাচ দিন।

ঘন হয়ে এলে নামিয়ে ফেলুন। ওপরে বাদাম ছড়িয়ে ঠান্ডা হলে পরিবেশন করুন লোভনীয় স্বাদের লাউয়ের পায়েস।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড