• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

শীতের সকালে শাহি ভাপা পিঠা

  লাইফস্টাইল ডেস্ক

১১ ডিসেম্বর ২০২০, ০৯:৩৮
শাহি ভাপা পিঠা
শাহি ভাপা পিঠা (ছবি : সংগৃহীত)

ঘন কুয়াশা আর থেমে থেমে হেমন্তের ঠাণ্ডা বাতাস ক্ষণে ক্ষণে জানান দিচ্ছে শীতের। আর শীতে কম-বেশি প্রতিটি ঘরেই থাকে বাহারি পিঠা-পুলির আয়োজন। তাই এবারের শীতে ভিন্ন ধাঁচে আপনিও ঘরেই তৈরি করতে পারেন মজাদার সব পিঠা-পুলি। আজকের এই ফিচারে জেনে নিন মজাদার শাহি ভাপা পিঠার রেসিপি-

উপকরণ

* সিদ্ধ চালের গুঁড়া ১ কাপ, * পোলাও চালের গুঁড়া ১ কাপ, * ঘন দুধের ক্ষীর ১ কাপ, * কিশমিশ ২ টেবিল চামচ, * পেস্তাবাদাম কুচি ২ টেবিল চামচ, * কাঠবাদাম কুচি ২ টেবিল চামচ, * কাজু কুচি ২ টেবিল চামচ, * চেরি কুচি ২ টেবিল চামচ, * নারিকেল কোরা কোয়ার্টার কাপ, * এলাচ গুঁড়া আধা চা চামচ, * লবণ স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন শাহি ভাপা পিঠা

প্রথমে চাল পানিতে ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে গুঁড়া করে নিন। ২ রকম চালের গুঁড়া, এলাচ গুঁড়া ও লবণ একসঙ্গে মেখে নিন। তারপর পানির ছিটা দিয়ে ঝুরঝুরে করে বাঁশের চালনিতে চেলে নিন।

এবার ভাপা পিঠা বানানোর হাঁড়িতে পানি দিন। মুখ ছিদ্র ঢাকনা বসিয়ে চারদিক আটা দিয়ে আটকে দিয়ে চুলায় বসিয়ে জ্বাল দিন। পাতলা সুতির ১ টুকরা কাপড় ও অপেক্ষাকৃত বড় সাইজের (ভাপা পিঠার বাটি থেকে একটু বড় বাটি) ২টি বাটি নিন।

আরও পড়ুন : শীতে ভিন্ন ধাঁচে গরুর মাংসের সুস্বাদু পিঠা

বাটিতে প্রথমে চালের গুঁড়া, দুধের ক্ষীর, বাদামের মিশ্রণ, আবার চালের গুঁড়া এভাবে ২ স্তরে সাজিয়ে নিন। ভেজা কাপড়ের টুকরা দিয়ে পিঠা ঢেকে মুখ ছিদ্র ঢাকনার ওপর দিয়ে ঢেকে দিন। এ পিঠা হতে একটু বেশি সময় লাগবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড