• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

তীব্র আন্দোলনের মুখে প্রত্যর্পণ বিল বাতিল করল হংকং

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ অক্টোবর ২০১৯, ১৭:২৯
হংকং
প্রত্যার্পণ বিল বাতিলের দাবিতে রাজপথে নেমে আসে কয়েক লাখ মানুষ (ছবি : রয়টার্স)

নাগরিকদের তীব্র আন্দোলনের মুখে শেষ পর্যন্ত প্রত্যর্পণ বিল বাতিল করল হংকং সরকার। বুধবার (২৩ অক্টোবর) আইনসভায় আনুষ্ঠানিকভাবে এই বিল বাতিলের কথা জানানো হয়।

হংকংভিত্তিক সংবাদমাধ্যম ‘এইচকেএফপি’ জানিয়েছে, বিচারের জন্য হংকংয়ের বাসিন্দাদের চীনের মূল ভূখণ্ডে পাঠানোর সুযোগ রেখে করা প্রত্যর্পণ বিলটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বিক্ষোভ করে আসছিল কয়েক লাখ মানুষ। অবশেষে জনগণের দাবিতে সাড়া দিয়ে বিতর্কিত এই বিলটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রত্যার্পণ বিলের বিরুদ্ধে গত প্রায় তিন মাস ধরে সরকারবিরোধী আন্দোলন করেছে হংকংয়ের নাগরিকরা। যা ১৯৯৭ সালের পর সবচেয়ে বড় আন্দোলন। প্রত্যর্পণ বিল যেন বাস্তবায়ন করা না হয় সে জন্য সরকারের ওপর যথাসাধ্য চাপ প্রয়োগ করতে রাজপথে নামে বিক্ষুব্ধ জনতা। অবশেষে বিক্ষুব্ধ জনতাকে থামাতে বাধ্য হয়েই এই বিল বাতিল করা হলো।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড