• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আমাকে অভিশংসনের পাঁয়তারা চলছে, দাবি ট্রাম্পের

  আন্তর্জাতিক ডেস্ক

২২ অক্টোবর ২০১৯, ১৩:২১
ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। (ছবিসূত্র : বিবিসি নিউজ)

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পদ থেকে ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের জন্য মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ অনেক আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছে। সোমবার (২১ অক্টোবর) ক্যাবিনেটে নিয়মিত বৈঠকের শুরুতেই প্রেসিডেন্ট ট্রাম্প এ দাবি করেন। খবর ‘রয়টার্সের’

বৈঠকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘পার্লামেন্টের নিম্নকক্ষের প্রতিনিধি পরিষদ আগে থেকেই আমাকে অভিশংসনের সিদ্ধান্ত নিয়ে রেখেছে। বিষয়টি এখন আর আমার অজানা নয়।’

প্রেসিডেন্ট আরও বলেন, ‘কেবল তদন্ত নয়, অনেক আগেই ইউক্রেন ইস্যুতে আমাকে অভিশংসনের পাঁয়তারা করে রেখেছে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ। যদিও তারা কখনো মিট রমনিকে নিয়ে কোনো মন্তব্য করবে না। তারা কেবল আগামী নির্বাচনে আমাকে ঠেকানোর প্রচেষ্টা চালাচ্ছে।’

আরও পড়ুন :- তেলের লোভে এখনই সিরিয়া ছাড়তে নারাজ যুক্তরাষ্ট্র

বিশ্লেষকদের মতে, প্রতিনিধি পরিষদ সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি গ্রহণ করলেও; মার্কিন সিনেটে এখনো সংখ্যাগরিষ্ঠতা থাকায় প্রেসিডেন্টের পদ থেকে ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন করা অতটা সহজ নয়।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড