• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সীমান্তে পাল্টাপাল্টি হামলায় ৭ পাকিস্তানি ও ৯ ভারতীয় নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

২০ অক্টোবর ২০১৯, ১৫:৪৯
কাশ্মীর
(ছবি : সংগৃহীত)

চরম উত্তেজনা বিরাজ করছে ভারত-পাকিস্তান সীমান্তে। রবিবার (২০ অক্টোবর) সীমান্তের নিয়ন্ত্রণরেখায় ভারতের গোলাবর্ষণে পাকিস্তানের অন্তত ছয় বেসামরিক এবং এক সেনা নিহত হয়েছে। অপর দিকে পাকিস্তানিদের হামলায় নিহত হয়েছে ৯ ভারতীয়।

পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ডন’ জানিয়েছে, আজাদ জম্মু-কাশ্মীরে ভারত নির্মম হামলা চালিয়েছে। এই হামলায় সাত পাকিস্তানি প্রাণ হারিয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, চলতি বছর নিয়ন্ত্রণরেখায় ভারতের গোলাবর্ষণে একদিনে এটাই সবচেয়ে বেশি হতাহতের ঘটনা।

বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)। এক টুইট বার্তায় তারা জানিয়েছে, ভারতের সঙ্গে সংঘর্ষে এক সেনা নিহত হয়েছেন। আর আহত হয়েছেন দুই সেনা।

আইএসপিআর আরও বলেছে, সীমান্তের জুরা, শাহকোট এবং নওসেরি সেক্টরে বিনা উস্কানিতে ভারতের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিয়েছে পাক সেনাবাহিনী। এতে ভারতের ৯ সেনা নিহত হয়েছে। এছাড়া আরও আহত হয়েছে বেশ কয়েকজন।

অপর দিকে ভারতীয় সংবাদসংস্থা ‘এএনআই’ বলছে, পাক অধিকৃত কাশ্মীরের নিলাম ঘাট উপত্যকায় হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এতে পাক সেনাবাহিনীর চার থেকে পাঁচ সদস্য ও জঈশ-ঈ-মোহাম্মদ এবং লস্কর-ঈ-তৈয়বার অনেক সদস্য আহত হয়েছে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড