• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরিয়ার সেফ জোন প্রতিষ্ঠায় সেনা পাঠাবে না যুক্তরাষ্ট্র

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ অক্টোবর ২০১৯, ০৯:২৯
সিরিয়ায় মার্কিন সেনা
সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনা সদস্য। (ছবিসূত্র : দ্য ডেইলি মেইল)

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় সেফ জোন প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র থেকে কোনো ধরনের সেনা পাঠানো হবে না বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মাইক এস্পার। শুক্রবার (১৮ অক্টোবর) এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমাদের সেনারা সিরিয়ার উত্তরাঞ্চলে সেফ জোন নির্মাণে অংশ নেবে না। একই সঙ্গে অঞ্চলটি থেকে ধারাবাহিকভাবে সেনা প্রত্যাহারের কাজও অব্যাহত থাকবে।’

এ দিকে অবিলম্বে এই সেনা অভিযান বন্ধ করার জন্য তুর্কি প্রশাসনকে এরই মধ্যে অনুরোধ জানিয়েছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ ইরান। তাছাড়া তুরস্কের এই আগ্রাসন ভালোভাবে নিচ্ছে না ভারত, ইতালির মতো বহু দেশ। এমনকি সংযত হওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রও। তবে এশিয়ার মুসলিম অধ্যুষিত রাষ্ট্র পাকিস্তানের সমর্থন কিন্তু তুর্কি প্রশাসনের প্রতিই আছে।

এত কিছুর পরও এরদোগান কিন্তু একরোখা। নিজের টুইট পোস্টে ‘পিস স্প্রিং’ (শান্তির বসন্ত) আনার কথা উল্লেখ করে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থানরত কুর্দি বাহিনীর বিরুদ্ধে সেনা অভিযান শুরু করেছেন তিনি।

তুরস্ক কোনো দেশের পরোয়া করে না উল্লেখ করে একইদিন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছিলেন, ‘তুরস্কের এই অভিযানকে আগ্রাসনের তকমা দেওয়া হলে আঙ্কারা থেকে অবিলম্বে ৩৫ লক্ষাধিক শরণার্থীকে সরাসরি ইউরোপেই ফেরত পাঠানো হবে।’

তিনি আরও বলেন, ‘সিরিয়ার উত্তরাঞ্চলজুড়ে খুব শিগগিরই বেশ কিছু পর্যবেক্ষণ পোস্ট নির্মাণ করা হবে। তাছাড়া সেফ জোনের আকারও আরও বাড়ানোর চিন্তা রয়েছে। যেখানে টহলের কাজে মোতায়েন থাকবে তুর্কি সেনাবাহিনী। আঙ্কারা চায় ইউফ্রেতিস নদী থেকে ইরাক সীমান্ত পর্যন্ত সম্পূর্ণ এলাকার নিয়ন্ত্রণ।’

অপর দিকে এমন প্রেক্ষাপটে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের মাঠ পর্যায়ের কোনো সেনাই এই সেফ জোন নির্মাণে ভূমিকা রাখবে না। যদিও তারা সর্বক্ষণ তুরস্ক এবং কুর্দি বাহিনীর সঙ্গে নিজেদের যোগাযোগ অব্যাহত রাখবে।’

মাইক এস্পারের ভাষায়, ‘ভবিষ্যতে আইএসবিরোধী অভিযান অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করতে খুব শিগগিরই আমি মধ্যপ্রাচ্য এবং ব্রাসেলস সফর করতে চাই। তাছাড়া তুর্কি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গেও আমার এরই মধ্যে একটি সাক্ষাৎ হয়েছে। যেখানে আঙ্কারার নিয়ন্ত্রিত এলাকাগুলোর লোকদের যথাযথ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন :- তুরস্ককে নিজ ভূখণ্ডের জন্য লড়তে দিন : ট্রাম্প

এর আগে গত বুধবার (৯ অক্টোবর) সিরিয়ায় অবস্থানরত মার্কিন সমর্থিত কুর্দি বাহিনীর ওপর সশস্ত্র অভিযান শুরু করে তুরস্ক। যা এখনো অব্যাহত আছে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড