• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাথায় কাপড় দিয়ে মসজিদ পরিদর্শনে ব্রিটিশ রাজবধূ

  আন্তর্জাতিক ডেস্ক

১৭ অক্টোবর ২০১৯, ১৭:৩৫
পাকিস্তান-ব্রিটেন
মাথায় কাপড় দিয়ে মসজিদ পরিদর্শনে ব্রিটিশ রাজবধূ, ছবি : জিও নিউজ

ব্রিটিশ রাজপুত্র প্রিন্স উইলিয়াম এবং তার স্ত্রী কেট মিডেলটন বর্তমানে পাকিস্তান সফরে আছেন। পাঁচ দিনের এই সফরের চতুর্থ দিনে ব্যস্ত সময় পার করেছেন তারা। এ সময় লাহোরে বিভিন্ন ইভেন্টে অংশ নেন উইলিয়াম-কেট দম্পতি।

পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, লাহোরে যাওয়ার পরই পাঞ্জাবের গভর্নর চৌধুরী মোহাম্মদ সারওয়ার এবং মুখ্যমন্ত্রী উজমা বুজদারের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ রাজ দম্পতি। এরপর তারা একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দেন।

দাতব্য অনুষ্ঠান শেসে উইলিয়াম এবং কেট অনাথ আশ্রমে যান। সেখানে অনাথ শিশুদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান তারা। অনাথ আশ্রম থেকে পাকিস্তানের জাতীয় ক্রিকেট একাডেমিতে যান ব্রিটিশ রাজ দম্পতি। সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তারা তাদের স্বাগত জানান।

দিনের শেষের দিকে প্রিন্স উইলিয়াম ও কেট মিডেলটন লাহোরের বিখ্যাত মুঘল আমলের বাদশাহি মসজিদ পরিদর্শনে যান। সেখানে ধর্মীয় সহনশীলতার ওপর একটি ইভেন্টে অংশ নেন তারা। মসজিদ পরিদর্শনের সময় মাথায় কাপড় দিয়ে বেশ প্রশংসিত হচ্ছেন ব্রিটিশ রাজবধূ কেট মিডেলটন। এ সময় তার পরনে ছিল সেলওয়ার কামিজ।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড