• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘টুইট দানব’ ট্রাম্প 

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ অক্টোবর ২০১৯, ১৯:৫৭
যুক্তরাষ্ট্র
ডোনাল্ড ট্রাম্প (ছবি : দ্য গার্ডিয়ান)

সৌদি আরবের রাষ্ট্রদূত খালিদ বিন সুলতান আল সৌদ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘টুইট দানব’ অ্যাখ্যা দিয়েছেন।

সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ আজ (১৬ অক্টোবর) প্রকাশিত এক খবরে জানিয়েছে, সম্প্রতি যুক্তরাজ্যে সৌদি রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন খালিদ বিন সুলতান আল সৌদ। আর তিনি ব্রিটিশ প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান রয়াল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটে দেওয়া ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টুইট দানব বলে অভিহিত করেছেন।

কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, সৌদি আরব শুধু নিজের স্বার্থের ব্যাপারেই তৎপর। কিন্তু যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতা ছাড়া দেশটি টিকতে পারবে না।

ট্রাম্পের এই মন্তব্যের সমালোচনা করে খালিদ বলেন, সৌদি আরব সবসময় বৈশ্বিক স্বার্থ রক্ষায় কাজ করে। সৌদি চাইলেই তেলের দাম আকাশছোঁয়া করে দিতে পারে। এতে আমাদের অনেক লাভ হবে। কিন্তু আমরা সেটা করছি না। কারণ এতে সারাবিশ্বের মানুষ সমস্যায় পড়বে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড